হে রুদ্র, বাজে না কেন তোমার বীনা?
দেখো পৃথিবীর দিকে তাকিয়ে,
কেন ঘটছে এত শ্মশানের লীলা।
এমন কি ক্ষতি করেছিল তারা ,
কেন আজ তাদের বুকে এসে পড়ে বোমা,
ক্ষুধার্ত পেটেই তারা শুয়ে পড়ে অন্ধকার কবরের বুকে।
কেউ তাদেরকে মানুষ ভাবেনি কোনোদিন,
হয়তো ভববেও না কোন কালে।
মানুষ কি মানুষ মারতে পারে, কখনো?
অন্ন, বস্ত্র আর বাসস্থানের অধিকার কোথায়?
এ যে আকাশকুসুম স্বপ্ন যা মরুঝড়ে উড়ে যায়।
ছোট শিশুর কান্নায় ভাসছে পৃথিবীর বুক,
কে তাকায় সেদিকে, বলো?
কে তাকায় সেদিকে, বলো?
হে রুদ্র, এখনও কেন চুপ করে থাকো?
শুনে যাচ্ছি আজও বিশ্বস্ততার সুরে,
এক সময় আবাবিল পাখি করেছিল জয় -
হেসে ছিল অসহায়।
সে সব কি আজ কেবলই গল্প কথা?
আজও তার দিকে তাকিয়ে বলি,
কোথায় তোমার বিচার, হে রব?