Tense: Present Indefinite Tense in Bangla

 

 Tense –Time of verb  

    কাজ করা বা হওয়ার সময়

 

কোন কাজ করা বা হওয়ার সময়কে Tense বলে।

Tenseকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে।

1. Present Tense (বর্তমান কাল),

2. Past Tense (অতীত কাল),

3. Future Tense (ভবিষ্যৎ কাল),  

 

Assertive Sentence – বর্ণনামূলক বাক্য

Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য)

1. Present Tense: বর্তমান কালে কোন কাজ হয়, হচ্ছে বা হয়েছে অথবা করা হয়, করা হচ্ছে বা করা হয়েছে এমন কোন কথা বা বাক্য বোঝালে Present Tense হয়। যেমন –

(i)  আমি ভাল আছি। - I am well. (ii) তুমি আমার বন্ধু। - You are my friend. (iii) আমরা সুখে আছি। - We are happy. (iv)  সে একটি ভাল মেয়ে। - She is a good girl. (v) আমরা কোলানে আছি – We are at Kolan. (vi) তারা শহরে আছে The are in city. (vii) আমি ইংরাজি পড়ি। - I read English. (viii) সে ফুটবল খেলছে। - He is playing football. (ix) আমি ভাত খাচ্ছি। - I am eating rice. (x) তুমি ভাত খেয়েছ। - You have eaten rice. (xi) আমি এক বছর ধরে এখানে বাস করছি। - I have been living here for one year.

 

 * Present Tense-কে চার ভাগে ভাগ করা হয়।

1. Present Indefinite Tense, 2. Present Continuous Tense, 3. Present Perfect Tense, 4. Present Perfect Continuous Tense.  

 

1. Present Indefinite Tense: সাধারণত বর্তমান কালে কোন কাজ হয় বা করা হয় বা চির সত্য কোন ঘটনা বলা হয় অথবা প্রতিদিনের অভ্যাস যে Tense - এ বর্ণনা করা হয় তাকে Present Indefinite Tense বলে।

মনে রাখতে হবেঃ এখানে যদি 3rd Person Singular Number কোন কাজ করে তাহলে Verb-এর সঙ্গে s বা es যোগ করতে হবে।

Assertive Sentence – বর্ণনামূলক বাক্য:-

*Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য):

Formula: Subjecet+Verb+Object.

(i) আমি এখন অসুস্থ – I am ill now. (ii) তুমি একটি ভাল ছেলে – You are a good boy. (iii) সে একজন ভাল মেয়ে – She is a good girl. (iv) ওরা আমার বন্ধু – They are my friends. (v) তোমরা সুখে আছ – You are happy. (vi) লোকটি বৃদ্ধ – The man is old. (vii) আমরা নদীর ধারে আছি – We are beside the river. (viii) সে স্কুলে আছে – He is in school. (ix) তুমি বাজারে আছো – You are in market. (x) আমার একটি বই আছে – I have a book. (xi) আমাদের একটি বাড়ি আছে – We have a house. (xii) তোমার একটি কলম আছে – You have a pen. (xiii) তার একটি ব্যাগ আছে – He has a bag. (xiv) তাদের অনেক বাগান আছে – They have many gardens. (xv) আমি ভাত খাই – I eat rice. (xvi) তোমরা ফুটবল খেল – You play football. (xvii) আমরা রাতে ঘুমাই – We sleep at night. (xviii) মেয়েটি ছবি আঁকে – The girl draws picture. (xix) লোকগুলি মাঠে কাজ করে – The men work in the field. (xx) বাবা আমাকে সাহায্য করেন – Father helps me. (xxi) অনুজ আমাকে ডাকে – Anuj calls me. (xxii) লিপিকা রাতে গান গায় – Lipika sings song at night.  

*এখানে মনে রাখতে হবে am, is, are এই word-গুলির মানে যেমন হই, হয়, হও; তেমনি এগুলির মানে আছি বা আছে হবে। 1st Person Singular Number – এ am ব্যাবহার করতে হবে, 1st, 2nd ও 3rd Person Plural Number – এ are ব্যাবহার করতে হবে এবং 3rd Person Singular Number –এ is ব্যাবহার করতে হবে। আর একটা কথা, কেউ যখন নিজে থাকবে তখন am, is অথবা are হবে আর কারো অধীনে বা অধিকারে যখন কেউ বা কিছু থাকবে তখন Person অনুযায়ী have বা has হবে। 1st Person Singular ও Plural – উভয় ক্ষেত্রে have বসবে, 2nd Person উভয় ক্ষেত্রে have বসবে এবং 3rd Person Plural Number – এর ক্ষেত্রে have বসবে। কেবল মাত্র 3rd Person Singular Number – এর ক্ষেত্রে has বসবে। যেমন – 

(i) আমি হই – I am. (ii) আমি আছি – I am. (iii) আমার আছে – I have. (vi) আমরা হই – We are. (v) আমরা আছি – We are. (vi) আমাদের আছে - We have. (vii) তুমি হও – You are. (viii) তুমি আছ – You are. (ix) তোমার আছে - You have. (x) তোমরা হও – You are. (xi) তোমরা আছ – You are. (xii) তোমাদের আছে - You have. (xiii) সে হয় – He is. (xiv) সে আছে – He is. (xv) তার আছে - He has. (xvi) তারা হয় – They are. (xvii) তারা আছে – They are. (xviii) তাদের আছে - They has.      

 

       *Negative Sentence (না বাচক বাক্য):-

       Formula: (i) Subject+ am/is/are/have/has+ not/no+ object.

        এখানে হওয়া বা নিজে থাকার ক্ষেত্রে helping verbগুলি হল am, is, are আর নিজের অধিকারে থাকার ক্ষেত্রে have, has এবং কাজ না করার ক্ষেত্রে do হবে।

   

        (i) আমি ভাল নেই – I am not well. (ii) তুমি আমার বন্ধু নও – You are not my friend. (iii) সে সুখে নেই – He is not happy. (iv) রীতা শান্তিতে নেই – Rita is not in peace. (v) সবুজ ভাল ছেলে নয় – Sabuj is not good boy. (vi) আমরা বাড়িতে নেই – We are not at home. (vii) আমি স্কুলে নেই – I am not in school. (viii) তুমি বাগানে নেই – You are not in garden. (ix) সে মাঠে নেই – He is not in the field. (x) করিম বাজারে নেই – Karim is not in bazaar (xi) আমার বই নেই – I have no book. (xii) আমাদের বাগান নেই - We have no garden. (xiii) তোমার কলম নেই – You have no pen. (xiv) তোমাদের বাড়ি নেই – You have no house. (xv) তার ব্যাগ নেই – He has no bag. (xvi) তাদের মোবাইল নেই – They have no mobile.

 

       Formula: (ii) Subject+ helping verb (do)+ not+ verb+ object.

        (i) আমি দিনে ঘুমাই না – I do not sleep by day. (ii) তুমি এখানে আসো না – You do not come here. (iii) তারা গান গায় না – They do not sing the song. (iv) সবুজ পাখি শিকার করে না – Sabuj does not hunt bird. (v) সে বই পড়ে না – He does not read book. (vi) আমরা তাকে চিনি না - We do not know him. (vii) তারা আমাদেরকে সাহায্য করে না - They do not help us. (viii) রিজিয়া কলম হারায় না - Rijiya does not lose pen. (ix) মিতালী আমাকে ভুলে যায় না - Mitali does not forget me. (x) বাঘ শহরে বাস করে না - Tiger does not live in market. (xi) লিপি তার কথা প্রত্যাহার করে না - Lipi does not withdraw her speech. (xii) আমি রাতে কাজ করি না - I do not work at night. (xiv) আলি আর রবি লড়াই করে না - Ali and Rabi do not fight. (xv) সে মিথ্যা কথা বলে না - He does not tell lie.  

   

       *Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য):

       Formula: (i) Helping verb + subject + object?

            (i) আমি কি তোমার শত্রু? – Am I your enemy? (ii) আমি কি সুখে আছি? – Am I happy? (iii) তোমরা কি আমার বন্ধু? – Are you my friends? (iv) তুমি কি ভাল আছো? – Are you well? (v) আমরা কি স্কুলে আছি? – Are we in school? (vi) তোমরা কি এখানে আছো? – Are you here? (vii) সে কি একটি ভাল ছেলে? – Is he a good boy? (viii) তারা কি দশম শ্রেণীর ছাত্রী? – Are they the students of class X? (ix) আমার কি ছাতা আছে? – Have I umbrella? (x) আমাদের কি গাড়ি আছে? – Have we car? (xi) তোমার কি হাতঘড়ি আছে? – Have you wrist watch?  (xii) তার কি কোন বোন আছে? – Has she any sister? (xiii) তাদের কি কোন স্কুল আছে? – Have they any school?

 

        Formula: (ii) Wh-word + helping verb + subject?

        (i) আমি কোথায় আছি? – Where am I? (ii) আমি তোমার কে? – Who am I of yours? (iii) তুমি আমার কে? - Who are you of mine? (iv) তুমি কোথায় আছ? - Where are you? (v) সে কখন ভাল থাকে? – When is she well? (vi) এটা কার বাড়ি? – Whose house is this?

        * এখানে মনে রাখতে হবে am, is, are, have, has - এগুলি একি সঙ্গে helping আর main verb     

 

        Formula: (iii) Wh-word + helping verb (do) + subject + main verb + object?

        (i) আমি কেন এখানে বাস করি? – Why do I live here? (ii) আমরা কিভাবে বাঁচি? – How do we live? (iii) তুমি কোন কলমটি চাও? – Which pen do you want? (iv) তোমরা কখন ইংরাজি পড়? – When do you read English? (v) আপনি কেন আমাকে ভালোবাসেন? – Why do you love me? (vi) সে কবে এখানে আসে? – When does he come here? (vii) তিনি কোন খেলাটি তোমাদের দেখায়? – Which game does he show? (viii) তারা কি চায়? – What do they want? (ix) পৃথিবী কিভাবে ঘুরে? – How does the earth move? (x) চাঁদ কখন উঠে? – When does the moon rise? (xi) তুমি কাকে চাও? – Whom do you want?

 

       Negative form in Interrogative sentence (না বাচক বাক্যে প্রশ্ন বোধক বাক্য):

       Formula: (i) Helping verb + subject + no/not + object?

        (i) আমি কি পাগল নই? – Am I not mad? (ii) আমরা কি পৃথিবীতে নেই? – Are we not on the earth? (iii) তুমি কি ভাল মেয়ে নও? – Are you not good girl? (iv) তোমরা কি আমার আত্মীয় নও? – Are you not my relatives? (v) সে কি বাড়িতে নেই? – Is he not at home? (vi) তারা কি আমার কেউ নয়? – Are they not anyone of mine? (vii) তিনি কি আমার শিক্ষক নন? – Is he not my teacher? (viii) আমার কি খাবার নেই? – Have I no food? (ix) আমাদের কি বাড়ি নেই? – Have we no home? (x) তোমার কি শক্তি নেই? – Have you no power? (xi) তোমাদের কি লজ্জা নেই? – Have you no shame? (xii) তার কি আশ্রয় নেই? – Has he no shelter? (xiii) তাদের কি ঠিকানা নেই? – Has they no address? (xiv) আলবেলার কি গোলাপ নেই? – Has no Albela rose?

 Know more about

 Comparison of Adjective

        Formula: (ii) Helping verb (do) + subject + no/not + object?

        (i) আমি কি তোমাকে চিনি না? – Do I not know you? (ii) আমরা কি তোমার যত্ন নিই না? – Do We not care of you? (iii) তুমি কি আমাকে আঘাত কর না? – Do you not hurt me? (iv) তোমরা কি ইংরাজি শেখো না? Do you not learn English? (v) সে কি সকালে উঠে না? – Does he not get up in the morning? (vi) তারা কি পরীক্ষায় বসে না? – Do they not sit in examination? (vii) রূপা কি মাঠে কাজ করে না? – Does not Rupa work in field? (viii) আলি কি ভাত খায় না? – Does not Ali eat rice?     

       

        Formula: (iii) Wh-word + helping verb (do) + subject + not + main verb + object?

        (i) আমি কেন তোমাকে চিনি না? – Why do I not know you? (ii) আমরা কখন তোমাকে লক্ষ্য করি না? – When do we not follow you? (iii) তুমি কবে সেখানে যাও না? – When do you not go there? (iv) তোমরা কোথায় বেড়াও না? – Where do you not travel? (v) কে স্কুল যায় না? – Who does not go to to school? (vi) কেন সে চাঁদের দিকে তাকায় না? – Why does she not look at the moon? (vii) অরুণ কেন আমাকে ডাকে না? – Whey does not Arun call me? (viii) তারা কোথায় নাচে না? – Where do they not dance? (ix) কোন কলমটি তুমি চাও না? – Which pen do you not want?

 

        মনে রাখতে হবেঃ (i) Who থাকলে subject থাকবে না এবং Which থাকলে তার পরেই objectiটি বসবে।  

       (ii) Noune – এর আগে এবং Pronoun – এর পরে not বসবে।

Post a Comment

Previous Post Next Post