Tense –Time of verb
Tense –Time of verb
কাজ করা বা হওয়ার সময়
Tense শেখার আগে আমাদেরকে কিছু বিষয় জেনে নিতে হবে আর সেগুলি মনোযোগ দিয়ে পড়তে হবে।
প্রথমে আসি Word কাকে বলে?
উত্তরঃ কয়েকটি Letter বা বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ বা মানে প্রকাশ করে তখন তাকে Word বলে। যেমন, Man – এখানে তিনটি Letter পাশাপাশি বসে একটি মানে বা অর্থ প্রকাশ করেছে; যা হল ‘মানুষ’।
এবার আসছি Sentence-এর কথায়।
কয়েকটি Word পাশাপাশি বসে যখন মনের ভাব বা কথা সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে Sentence বলে।
Person (ব্যক্তি)
কোন বাক্যে বক্তা, শ্রোতা বা যাকে নিয়ে কথা বলা হয়, তাকে Person বলে।
Personকে তিন ভাগে ভাগ করা হয়? (i) First Person, (ii) Second Person, (iii) Third Person
First Person (প্রথম পুরুষ) বলতে বোঝায়, যখন বক্তা নিজের কথা বলে।
যেমনঃ (১) আমি তোমাকে চিনি।– I know you. (২) আমরা ইংরেজি শিখি। - We learn English. এখানে আমি বা I এবং আমরা বা We হল First Person; কারণ বক্তা নিজের বা নিজেদের কথা এখানে বলছে।
Second Person (দ্বিতীয় পুরুষ) বলতে যার সঙ্গে কথা বলা হয় তাকে বোঝায়। কেবল মাত্র তুমি, তোমরা বা You –কে বোঝায়। যেমনঃ তুমি আমার বন্ধু। - You are my friend.
Third Person বলতে যার সম্পর্কে কিছু বলা হয়, তাকে বোঝায়। যেমনঃ (১) সে একটি ভাল মেয়ে। - She is a good girl. (২) সে বাড়ি আসে। - He comes home. (৩) তারা এখন ভাল আছে। - They are well now. (৪) রুনা এখন সুখে আছে। - Runa is happy now. – এখানে সে, তারা এবং রুনা (He, She, They এবং Runa)-র সম্পর্কে বলা হয়েছে। এই কারণে তারা Third Person.
অন্যভাবে বলতে গেলে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যত Noun বা Pronoun আছে তা সবই Third Person.
Number (সংখ্যা বা বচন)
Noun বা Pronoun – এর সংখ্যাকে Number বলে। বাংলা ব্যাকরণ অনুযায়ী যাকে বচন বলা হয়। Number-কে দুই ভাগে ভাগ করা হয়। (i) Singular Number (এক বচন) এবং (i) Plural Number (বহু বচন) ।
(i) কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝালে, সেটি Singular Number হয়। যেমন, I, He, She, Boy, Cat, Girl, Rita, Sumon – ইত্যাদি।
(ii) একের বেশি কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝালে, সেগুলি Plural Number হয়। যেমন, We, You, They, Boys, Cats, Girls, Books, Places– ইত্যাদি।
Subject (কর্তা)
কোন বাক্য বা Sentence – এ যে ব্যক্তি, প্রানী বা বস্তু কোন কাজ করে তাকে Subject বলে। যেমন, আমি ভাত খাই। - এখানে কে ভাত খায়? উত্তর হচ্ছে, আমি। এই ‘আমি’ হল Subject.
Verb (ক্রিয়া)
যে শব্দ বা Word-এর দ্বারা কোন কাজ করা বা হওয়া বোঝায়, তাকে Verb বা ক্রিয়া বলে। যেমন, eat – খাওয়া, work – কাজ করা, read – পড়া, am – হই/আছি, is – হয়/আছে – ইত্যাদি।
Object (কর্ম)
Subject যাকে উদ্দেশ্য করে বা যাকে নিয়ে কাজ করে তাকে Object বা কর্ম বলে। যেমনঃ আমি বই পড়ি – I read book. – এখানে বইকে নিয়ে বা উদ্দেশ্য করে পড়া হচ্ছে। তাই বই বা book হল Object.
Tense
কোন কাজ করা বা হওয়ার সময়কে Tense বলে।
Tense-কে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে।
1. Present Tense (বর্তমান কাল),
Assertive Sentence – বর্ণনামূলক বাক্য
Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য)
1. Present Tense: বর্তমান কাল: সাধারণত বর্তমান কালের কোন ঘটনা বর্ণনা করলে বা বর্তমান কালে হওয়া অথবা থাকা বোঝালে Present Tense হয়।
Present Tense-কে চার ভাগে ভাগ করা হয়।
1. Present Indefinite Tense, 2. Present Continuous Tense, 3. Present Perfect Tense, 4. Present Perfect Continuous Tense .
1. Present Indefinite Tense:
সাধারণত বর্তমান কালে কোন কাজ হয় বা করা হয় বা চির সত্য কোন ঘটনা বলা হয় অথবা প্রতিদিনের অভ্যাস যে Tense - এ বর্ণনা করা হয় তাকে Present Indefinite Tense বলে।
Assertive Sentence – বর্ণনামূলক বাক্য:-
Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য):
Formula: Subjecet+am/is/are/have/has+Object.
এখানে মনে রাখতে হবে am, is, are এই word-গুলির মানে যেমন হই, হয়, হও; তেমনি এগুলির মানে ‘আছি’ বা ‘আছে’ হবে। 1st Person Singular Number – এ am ব্যাবহার করতে হবে, 1st, 2nd ও 3rd Person Plural Number – এ are ব্যাবহার করতে হবে এবং 3rd Person Singular Number –এ is ব্যাবহার করতে হবে। আর একটা কথা, কেউ যখন নিজে থাকবে তখন am, is অথবা are হবে আর কারো অধীনে বা অধিকারে যখন কেউ বা কিছু থাকবে তখন Person অনুযায়ী have বা has হবে। 1st Person Singular ও Plural – উভয় ক্ষেত্রে have বসবে, 2nd Person উভয় ক্ষেত্রে have বসবে এবং 3rd Person Plural Number – এর ক্ষেত্রে have বসবে। কেবল মাত্র 3rd Person Singular Number – এর ক্ষেত্রে has বসবে। যেমন –
(১) আমি (হই) একটি ভাল ছেলে – I am a good boy.
(২) আমি ভাল আছি – I am well.
(৩) আমার একটি বই আছে – I have a book.
(৪) আমরা (হই) মেয়ে– We are girls.
(৫) আমরা বাড়িতে আছি – We are at home.
(৬) আমাদের একটি বাগান আছে - We have a garden.
(৭) তুমি (হও) একটি শিশু – You are a baby.
(৮) তুমি স্কুলে আছ – You are in school.
(৯) তোমার একটি কলাম আছে - You have a pen.
(১০) তোমরা (হও) বাঙালি – You are Bengali.
(১১) তোমরা মাঠে আছ – You are in the field.
(১২) তোমাদের একটি স্কুল আছে - You have a school.
(১৩) সে (হয়) অলস মেয়ে – She is lazy girl.
(১৪) সে জঙ্গলে আছে – He is in forest.
(১৫) তার একটি বই আছে - He has a book.
(১৬) তারা (হয়) ভাল ছেলে – They are good boys.
(১৭) তারা কোলানে আছে – They are at Kolan.
(১৮) তাদের একটি গাড়ি আছে - They have a car.
(১৯) আমি এখন অসুস্থ – I am ill now.
(২০) তুমি একটি ভাল ছেলে – You are a good boy.
(২১) সে একজন ভাল মেয়ে – She is a good girl.
(২২) ওরা আমার বন্ধু – They are my friends.
(২৩) তোমরা সুখে আছ – You are happy.
(২৪) লোকটি বৃদ্ধ – The man is old.
(২৫) আমরা নদীর ধারে আছি – We are beside the river.
(২৬) সে স্কুলে আছে – He is in school.
(২৭) তুমি বাজারে আছো – You are in market.
(২৮) আমার একটি বই আছে – I have a book.
(২৯) আমাদের একটি বাড়ি আছে – We have a house.
(৩০) তোমার একটি কলম আছে – You have a pen.
(৩১) তার একটি ব্যাগ আছে – He has a bag.
(৩২) তাদের অনেক বাগান আছে – They have many gardens.
(৩৩) আমি ভাল আছি। - I am well.
(৩৯) আমি ভাল আছি। - I am well.
(৪০) তুমি আমার বন্ধু। - You are my friend.
(৪২) আমরা সুখে আছি। - We are happy.
(৪৩) সে একটি ভাল মেয়ে। - She is a good girl.
(৪৪) আমরা কোলানে আছি – We are at Kolan.
(৪৫) তারা শহরে আছে –The are in city.
Negative Sentence (না বাচক বাক্য):-
Formula: (i) Subject+ am/is/are/have/has+ not/no+ object.
(এখানে সাধারণত am/is/are-এর ক্ষেত্রে not এবং has/have–এর ক্ষেত্রে no বসবে।)
(ii) আমি ভাল নেই – I am not well.
(ii) তুমি আমার বন্ধু নও – You are not my friend.
(iii) সে সুখে নেই – He is not happy.
(iv) রীতা শান্তিতে নেই – Rita is not in peace.
(v) সবুজ ভাল ছেলে নয় – Sabuj is not good boy.
(vi) আমরা বাড়িতে নেই – We are not at home.
(vii) আমি স্কুলে নেই – I am not in school.
(viii) তুমি বাগানে নেই – You are not in garden.
(ix) সে মাঠে নেই – He is not in the field.
(x) করিম বাজারে নেই – Karim is not in bazaar
(xi) আমার বই নেই – I have no book.
(xii) আমাদের বাগান নেই - We have no garden.
(xiii) তোমার কলম নেই – You have no pen.
(xiv) তোমাদের বাড়ি নেই – You have no house.
(xv) তার ব্যাগ নেই – He has no bag.
(xvi) তাদের মোবাইল নেই – They have no mobile.
(xvii) লাবনীর বই নেই – Laboni has no book.
(xviii) সুজাতার সাইকেল নেই – Sujata has no cycle.
Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য):
Formula: (i) Helping verb + subject + object?
(i) আমি কি তোমার শত্রু? – Am I your enemy?
(ii) আমি কি সুখে আছি? – Am I happy?
(iii) তোমরা কি আমার বন্ধু? – Are you my friends?
(iv) তুমি কি ভাল আছো? – Are you well?
(v) আমরা কি স্কুলে আছি? – Are we in school?
(vi) তোমরা কি এখানে আছো? – Are you here?
(vii) সে কি একটি ভাল ছেলে? – Is he a good boy?
(viii) তারা কি দশম শ্রেণীর ছাত্রী? – Are they the students of class X?
(ix) আমার কি ছাতা আছে? – Have I umbrella?
(x) আমাদের কি গাড়ি আছে? – Have we car?
(xi) তোমার কি হাতঘড়ি আছে? – Have you wrist watch?
(xii) তার কি কোন বোন আছে? – Has she any sister?
(xiii) তাদের কি কোন স্কুল আছে? – Have they any school?
* এখানে মনে রাখতে হবে am, is, are, have, has - এগুলি একি সঙ্গে helping আর main verb-এর কাজ করে।
Negative form in Interrogative sentence
(না বাচক বাক্যে প্রশ্ন বোধক বাক্য)
Formula: (i) Helping verb + subject + no/not + object?
(i) আমি কি পাগল নই? – Am I not mad?
(ii) আমরা কি পৃথিবীতে নেই? – Are we not on the earth?
(iii) তুমি কি ভাল মেয়ে নও? – Are you not good girl?
(iv) তোমরা কি আমার আত্মীয় নও? – Are you not my relatives?
(v) সে কি বাড়িতে নেই? – Is he not at home?
(vi) তারা কি আমার কেউ নয়? – Are they not anyone of mine?
(vii) তিনি কি আমার শিক্ষক নন? – Is he not my teacher?
(viii) আমার কি খাবার নেই? – Have I no food?
(ix) আমাদের কি বাড়ি নেই? – Have we no home?
(x) তোমার কি শক্তি নেই? – Have you no power?
(xi) তোমাদের কি লজ্জা নেই? – Have you no shame?
(xii) তার কি আশ্রয় নেই? – Has he no shelter?
(xiii) তাদের কি ঠিকানা নেই? – Has they no address?
(xiv) আলবেলার কি গোলাপ নেই? – Has no Albela rose?
Interrogative Sentence using Wh-words.
Formula: (ii) Wh-word + helping verb + subject?
(Wh-word দিয়ে প্রশ্ন করার আগে Wh-words-এর মানেগুলো জেনে নেওয়া যাকঃ What - কি, Why - কেন, Where - কোথায়, Who - কে, Whom - কাকে, When – কখন/কবে, How – কিভাবে/কেমন করে, Which – কোনটি/কোনগুলি, Whose – কার)
(i) আমি কোথায় আছি? – Where am I?
(ii) আমি তোমার কে? – Who am I of yours?
(iii) তুমি আমার কে? - Who are you of mine?
(iv) তুমি কোথায় আছ? - Where are you?
(v) সে কখন ভাল থাকে? – When is she well?
(vi) এটা কার বাড়ি? – Whose house is this?
(vii) তুমি কোথায় আছ? – Where are you?
(viii) এগুলি কার বই? – Whose books are these?
(ix) এটা কি? – What is this?
(x) ওরা কারা? – Who are they?
Formula: (i) Subject+ am/is/are/have/has+ not/no+ object.
(এখানে সাধারণত am/is/are-এর ক্ষেত্রে not এবং has/have–এর ক্ষেত্রে no বসবে।)
(ii) আমি ভাল নেই – I am not well.
(ii) তুমি আমার বন্ধু নও – You are not my friend.
(iii) সে সুখে নেই – He is not happy.
(iv) রীতা শান্তিতে নেই – Rita is not in peace.
(v) সবুজ ভাল ছেলে নয় – Sabuj is not good boy.
(vi) আমরা বাড়িতে নেই – We are not at home.
(vii) আমি স্কুলে নেই – I am not in school.
(viii) তুমি বাগানে নেই – You are not in garden.
(ix) সে মাঠে নেই – He is not in the field.
(x) করিম বাজারে নেই – Karim is not in bazaar
(xi) আমার বই নেই – I have no book.
(xii) আমাদের বাগান নেই - We have no garden.
(xiii) তোমার কলম নেই – You have no pen.
(xiv) তোমাদের বাড়ি নেই – You have no house.
(xv) তার ব্যাগ নেই – He has no bag.
(xvi) তাদের মোবাইল নেই – They have no mobile.
(xvii) লাবনীর বই নেই – Laboni has no book.
(xviii) সুজাতার সাইকেল নেই – Sujata has no cycle.
Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য):
Formula: (i) Helping verb + subject + object?
(i) আমি কি তোমার শত্রু? – Am I your enemy?
(ii) আমি কি সুখে আছি? – Am I happy?
(iii) তোমরা কি আমার বন্ধু? – Are you my friends?
(iv) তুমি কি ভাল আছো? – Are you well?
(v) আমরা কি স্কুলে আছি? – Are we in school?
(vi) তোমরা কি এখানে আছো? – Are you here?
(vii) সে কি একটি ভাল ছেলে? – Is he a good boy?
(viii) তারা কি দশম শ্রেণীর ছাত্রী? – Are they the students of class X?
(ix) আমার কি ছাতা আছে? – Have I umbrella?
(x) আমাদের কি গাড়ি আছে? – Have we car?
(xi) তোমার কি হাতঘড়ি আছে? – Have you wrist watch?
(xii) তার কি কোন বোন আছে? – Has she any sister?
(xiii) তাদের কি কোন স্কুল আছে? – Have they any school?
* এখানে মনে রাখতে হবে am, is, are, have, has - এগুলি একি সঙ্গে helping আর main verb-এর কাজ করে।
Negative form in Interrogative sentence
Formula: (i) Helping verb + subject + no/not + object?
(ii) আমরা কি পৃথিবীতে নেই? – Are we not on the earth?
(iii) তুমি কি ভাল মেয়ে নও? – Are you not good girl?
(iv) তোমরা কি আমার আত্মীয় নও? – Are you not my relatives?
(v) সে কি বাড়িতে নেই? – Is he not at home?
(vi) তারা কি আমার কেউ নয়? – Are they not anyone of mine?
(vii) তিনি কি আমার শিক্ষক নন? – Is he not my teacher?
(viii) আমার কি খাবার নেই? – Have I no food?
(ix) আমাদের কি বাড়ি নেই? – Have we no home?
(x) তোমার কি শক্তি নেই? – Have you no power?
(xi) তোমাদের কি লজ্জা নেই? – Have you no shame?
(xii) তার কি আশ্রয় নেই? – Has he no shelter?
(xiii) তাদের কি ঠিকানা নেই? – Has they no address?
(xiv) আলবেলার কি গোলাপ নেই? – Has no Albela rose?
Interrogative Sentence using Wh-words.
(Wh-word দিয়ে প্রশ্ন করার আগে Wh-words-এর মানেগুলো জেনে নেওয়া যাকঃ What - কি, Why - কেন, Where - কোথায়, Who - কে, Whom - কাকে, When – কখন/কবে, How – কিভাবে/কেমন করে, Which – কোনটি/কোনগুলি, Whose – কার)
(ii) আমি তোমার কে? – Who am I of yours?
(iii) তুমি আমার কে? - Who are you of mine?
(iv) তুমি কোথায় আছ? - Where are you?
(v) সে কখন ভাল থাকে? – When is she well?
(vi) এটা কার বাড়ি? – Whose house is this?
(vii) তুমি কোথায় আছ? – Where are you?
(viii) এগুলি কার বই? – Whose books are these?
(ix) এটা কি? – What is this?
(x) ওরা কারা? – Who are they?