বাংলা আমার
- আজিজুল হাকিম
***********************
বাংলা আমার মাতৃভাষা,
বাংলা আমার প্রাণ,
বাংলা আমি ভালোবাসি,
বাংলাতে গাই গান।।
বাংলা আমার উষার
আলো, বাংলা চাঁদের আলো,
বাংলা আমার বালুচরে
জ্যোৎস্না আলো ঢালো।
বাংলা আমার সবুজ
মাঠে উথলে উঠা ফসল,
বাংলা ছাড়া কাউকে
নারি ভাবতে পারি আসল।
বাংলা আমার নদীর
বুকে হাজারও কলতান।
বাংলা আমার মাতৃভাষা,
বাংলা আমার প্রাণ ।।
বাংলা আমার চাষার
গলায় পল্লিগীতির সুর,
বাংলা আমার রাখাল
ছেলের বাঁশি মাতায় দূর,
বাংলা আমার দূর বনে
পাগল মাতাল হাওয়া,
বাংলা আমার মাঝির
গলে ভাটিয়ালী গাওয়া।
বাংলার ‘পরে দেব
না কো অন্যকে সম্মান।
বাংলা আমার মাতৃভাষা,
বাংলা আমার প্রাণ ।।
বাংলা আমার রক্তে
ভেজা বিপ্লবেরই ভাষা,
বাংলা আমার স্নিগ্ধ
রাতে স্বপ্ন ভেজা আশা,
বাংলা আমার দামাল
ভায়ের কাঁটা মাড়ার নেশা,
বাংলা আমার মায়ের
বুকের অম্লান ভালোবাসা।
বাংলা আমার সঞ্জীবনী
- জীবন সুধার গান ।
বাংলা আমার মাতৃভাষা,
বাংলা আমার প্রাণ ।।