Present Continuous Tense

2. Present Continuous Tense:

       বর্তমান কালে কোন কাজ হচ্ছে, চলছে, বা করা হচ্ছে - এমন কোন বাক্য বোঝালে Present Continuous Tense হয়। অথবা অতি নিকট ভবিষ্যৎ কালের কোন ঘটনা বর্ণনা করতেও Present Continuous Tense হয়।

 

     Assertive Sentence: বর্ণনামূলক বাক্যঃ

      (i) Affermative Sentence: হ্যাঁ বাচক বাক্য

         Formula: Subject + am/is/are + (verb+ing) + object.

      ভাল করে মনে রাখতে হবে যে এই Tense–এ am/is/are হল Helping verb বা auxiliary verb বাংলায় যাকে বলে সাহায্যকারী ক্রিয়া। এই Tense-এ এদের আলাদা কোন মানে বা অর্থ প্রকাশ করবে না।

 

 (a) আমি স্কুল যাচ্ছি - I am going to school. (b) আমি ইংরেজি শিখছি - I am learning English. (c) আমরা কোলানে বাস করছি - We are living at Kolan. (d) আমরা তোমার জন্য অপেক্ষা করছি - We are waiting for you. (e) তুমি মানচিত্র আঁকছ - You are drawing map. (f) তোমরা আমাদেরকে ডাকছ - You are calling us. (g) সে আমাকে অনুসরণ করছে - He is following us. (h) সে ইতিহাস পড়ছে - She is reading history. (i) তারা রাতে কাজ করছে - They are working at night. (j) ওরা আমাকে জ্বালাচ্ছে - They are teasing me.  (k) সোনালী একটি বই চায়ছে - Sonali is wanting a book. (l) লিপি দরজাটি বন্ধ করছে - Lipi is shutting the door. (m) সমীরণ ফুটবল খেলছে - Samiran is playing football. ( n) ছাগলটি ঘাস খাচ্ছে - The goat is eating grass.  (o) শিক্ষক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন - Teacher is teaching us. (p) আমরা আগামী কাল কোলকাতা যাচ্ছি – We are going to Kolkata tomorrow.  

 

     Negative Sentence:  না বাচক বাক্য 

     Formula: Subject + am/is/are + not + (verb + ing) + object. 

(a)  আমি ওকে ডাকছি না - I am not calling him. (b) আমি স্কুল যাচ্ছি না -  I am not going to school. (c) আমরা চিঠি লিখছি না - We are not writing letter.  (d) তুমি  জঙ্গলে বাস করছো না - You are not living in forest. (e) তোমরা আমাকে কলম দিচ্ছো না - You are not giving me pen. (f) সে ভিখারিকে ভিক্ষা দিচ্ছে না - He is not giving alms to begger. (g) মেয়েটি আম খাচ্ছে না - The girl is not eating mango. (h) লোকটি ধান কাটছে না - The man is not cutting paddy. (i) সুজাতা ছবি আঁকছে না - Sujata is not drawing picture. (j) বাঘ জঙ্গলে বাস করছে না - Tiger is not living in forest. (k) তারা মাঠটি পরিষ্কার করছে না - They are not cleaning the field.

 

     Interrogative sentences: প্রশ্নবোধক বাক্য - Affermative Sentence: হ্যাঁ বাচক বাক্য: -  

       Formula: - Am/is/are + Subject + (verb+ing) + Object?  

(a) আমি কি এখন ঘুমাচ্ছি? - Am I sleeping now? (b) আমরা কি সুখ চাইছি? - Are we wanting happiness? 

(c) তুমি কি শিক্ষককে মেনে চলছো? - Are you abiding by the teacher? (d) তোমরা কি আমাকে সহানুভূতি দিচ্ছ?  - Are you giving us simpathy? (e) সে কি রাস্তায় হাঁটছে? - Is he walking on road? (f) তারা কি মঞ্চে নাচছে? - Are they dancing on the stage? (g) পাখিটি কি আকাশে উড়ছে? - Is the bird flying in the sky? (h) ছেলেটি কি ঘুড়ি ওড়াচ্ছে? - Is the boy flying kite? (i) সোমা কি বই আনছে? - Is Soma bringing book? (j) আবু কি এখন স্বপ্ন দেখছে? - Is Abu dreaming now? (k) ছেলেগুলি কি ফুটবল খেলছে? - Are the boys playing football? 

       

     Negative in Interrogative Sentence:  না বাচক বাক্য 

      Formula: Am/is/are + Subject + not + (verb+ing) + Object?

(a) আমি কি তোমাকে ডাকছি না? – Am I not calling you? (b) আমরা কি তোমাদেরকে সাহায্য করছি না? – Are we not helping you? (c) তুমি কি চাঁদের দিকে তাকাচ্ছ না? – Are you not looking at the moon? (d) তোমরা কি বিষয়টি ভুল করছ না? – Are you not mistaking the matter?- (e) সে কি আমাকে ইতিহাস পড়াচ্ছে না? (f) Is he not teaching me history? (g) সে কি রিতাকে প্রভাবিত করছে না? – Is she not influencing Rita? (h) তারা কি আমাদেরকে আদেশ দিচ্ছে না? – Are they not ordering us? (i) লোকটি কি গাড়ি চালাচ্ছে না? – Is Rita not driving car? (j) মেয়েগুলি কি জলে ঝাঁপ দিচ্ছে না? – Are the girls not diving into water? (k) অরূপ কি কলমটি আনছে না? – Is not Arup bringing the pen? (l) মিতালী কি ঘরটি ঝাঁট দিচ্ছে না? – Is not Mitali sweeping the room? (m) শিশুটি কি এখন ঘুমাচ্ছে না? – Is not the baby sleeping now? (n) আরজু কি তোমাকে সেখানে পাঠাচ্ছে না? – Is not Arju sending you there?   

 

 

      এবার আমরা Wh-word দিয়ে প্রশ্ন করা শিখবো।

      Formula: Wh-word + am/is/are (helping verb) + subject + not + (verb+ing) + object?

বিঃ দ্রঃ মনে রাখতে হবে এই ফর্মুলা who, which–এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আবারও বলছি Interrogative Sentence–এ Noune–এর আগে not এবং Pronoun–এর পরে not বসে।

 

(a) আমি কেন তোমাকে ডাকছি না? – Why am I not calling you? (b) আমি কেন এটি আশা করছি না? – Why am I not hoping it?  (c) তুমি কেন সত্য কথা বলছ না? – Why are you not telling true? (d) তোমরা কেন আমাকে ধন্যবাদ দিচ্ছ না? – Why are you not thanking me? (e) সে কেন এখানে আসছে না? – Why are you not coming here? (f) তুমি কোথায় যাচ্ছ না? – Where are you not going? (g) তোমরা কি করছ না? – What are you not doing? (h) সে কখন কাঁদছে না? – When is he not crying? (i) আমার বিষয়ে তারা কি ভাবছে না? – What are they not thinking about me? (j) নীলা কেন তোমাকে সাহায্য করছে না? – Why is not Lina helping you? (k) তিতলি কখন নাচ্ছে না? – When is not Titly dancing? (l) ঈশ্বর কোথায় বাস করছে না? – Where is not the God living? (m) কাকে তুমি ভাল বাসছ না? – Whom are you not loving? (n) তুমি কাকে চাইছ না? – Whom are you not wanting?      

 

       মনে রাখবে কিছু ব্যতিক্রমী ব্যাপারও আছে সেগুলি নীচে লক্ষ্য কর।  

       যদি which দিয়ে প্রশ্ন করা হয় তাহলে which-এর পরই objectটি বসবে। যেমনঃ –

       (a) কোন বইটি তুমি পড়ছ না? – Which book are you not reading? (b) কোন কলমটি সে কিনছে না? – Which pen is he not buying? (c) কোন জীবন আমি উপভোগ করছি? – Which life am I not enjoying?

      

       আরও মনে রাখতে হবে যে, যদি Who দিয়ে প্রশ্ন করা হয় তাহলে সেই Sentence-এ Subject থাকবে না। এ ক্ষেত্রে am/is/are-এর পরই not বসবে। যেমনঃ –

       (a) কে এখানে আসছে না? – Who is not coming here? (b) কে তোমাকে ভালোবাসছে না? – Who is not loving you? (c) কারা এখানে উপস্থিত হচ্ছে না? – Who are not arriving here? 

Post a Comment

Previous Post Next Post