রাত্রি হলেই - আজিজুল হাকিম

 

রাত্রি হলেই

     আজিজুল হাকিম

 

রাত্রি হলেই দানব বলে আমার সবই,

রাত্রি হলেই শিশুর মনে ভূতের ছবি,

রাত্রি হলেই শয়তান হাসে দারুণ ত্রাসে,

রাত্রি হলেই আঁচল টানে সর্বনাশে,

রাত্রি হলেই খামচে ধরে ক্ষুধার জ্বালা,

রাত্রি হলেই ধর্ম বলে আগুন জ্বালা,

রাত্রি হলেই সরকার বসে ভাগের হাটে,

রাত্রি হলেই আমলারা সব ঘুষের বাটে,

রাত্রি হলেই বেকার ঘুরে কাজের খোঁজে,

রাত্রি হলেই যুবতী বিকোয় মদের ঝাঁজে।

 

তাই-

রাত্রি হলেই স্বপ্ন আসে হাওয়ায় চড়ে,

রাত্রি হলেই ভোরের আলো মনে পড়ে,

রাত্রি হলেই স্বপ্ন আমার মিছিল ঢালে,

রাত্রি হলেই স্লোগান আসে মশাল জ্বেলে,

রাত্রি হলেই বিদ্রোহী বাজায় অগ্নিবীণা,

রাত্রি হলেই শিকল ছিঁড়ে মুক্তিহীনা।

 

              রচনাঃ ১৬/১০/২০১৮

Post a Comment

Previous Post Next Post