বসন্তের গান
আজিজুল হাকিম
*************************
এলো
হে বসন্ত,
এলো হে ফাগুন
প্রকৃতির বুকে জ্বালিয়ে আগুন।।
হাজারো
রঙ মেখে ঋতুরাজ আজ
নবনব পল্লব ও পুষ্পেরই সাজ।
কৃষ্ণচূড়া আর শিমূলের ডগায়
লাল লাল ফুলগুলি প্রদীপ জ্বালায়।
চোখে মুখে ঝরে পড়ে পলাশ ফুল।
এলো হে বসন্ত, এলো হে ফাগুন.......
হলুদ নলুকে হাসে
ভেটুল ফুল,
সজিনার কানে নাচে
সাদা সাদা দুল,
আকন্দ ফুলের মালা
দোলে শিশুর গলে,
কমলা রঙের ফুল খেজুরের
বনে ।
দারুণ গন্ধে মাতে
বকুল ফুল ।
এলো
হে বসন্ত,
এলো হে ফাগুন.......
দলে
দলে মৌমাছি করে গুঞ্জন,
সুগন্ধে ভরিল আম্রকানন।
মহুয়ার সুগন্ধে মাতোয়ারা বায়,
মাদার গাছের মাথায় সিঁদুর ভরে রয়।
বাসন্তিক উল্লাসে স্বর্ণশিমূল।
এলো হে বসন্ত, এলো হে ফাগুন ........
স্নিগ্ধ
সমীরণে নেচে উঠে নদী;
উদাসী বালুচর চলে দূরাবধি।
পূর্ণিমার জ্যোৎস্নার দারুণ উল্লাসে
চর যেন মিশে যায় রূপোলী দেশে।
বাতায়ন পাশে মন করে গুনগুন।
এলো হে বসন্ত, এলো হে ফাগুন ........
নানান
পাখিতে ভরে প্রকৃতির বুক -
কোন মাসে আসে না তো এমনই সুখ।
কোকিলের মধুর সুরে ভরিল বাতাস।
কুয়াশার চাদর ছেড়ে হাসে নীলাকাশ।
প্রভাতে ছড়ায় হাসি রক্তিম অরুণ।
এলো হে বসন্ত, এলো হে ফাগুন......
রচনা : ১লা ফাল্গুন ১৪২৫
ইং - ১৪/০২/২০১৯