দেহভূমি
আজিজুল হাকিম
স্বাধীন পতাকার তলে পরাধীনতার অমাবস্যা
নামে -
বিষাক্ত কাঁটাতারের জিঞ্জিরে বেষ্টিত হয় দেহে।
উৎসবের চাঁদ পুড়ে আগুনের লেলিহান শিখায়।
বায়নেটের ডগা স্পর্শ করে কপালে আমার,
দেহ অবস হয় ধর্ষণের যাতনায়।
মুক্তির নিষ্ফল আর্তনাদ আকাশে-বাতাসে,
পাহাড়ে-পাহাড়ে প্রতিধ্বনিত হয় অহরহ।
নির্বাসিত দেহ-জমিন, ফুলেল জীবন;
ধর্ষিত সোনালী স্বপ্ন আমার।
সীমানার ওপার থেকে দেখে যায় নপুংসক মূক সমাজ।
যে প্রতিশ্রুতিতে তোমার সাথে আমার সহবাস,
যে প্রতিশ্রুতিতে হাতে হাত রেখে এক সাথে চলা,
যে প্রতিশ্রুতিতে পাশাপাশি বসে আগামীর উজ্জ্বল স্বপ্নে বিভোর;
সেই প্রতিশ্রুতির বুকে হানলে কুঠারাঘাত!
ঘৃণ্য দাসত্বের শৃঙ্খলে বন্দী করলে আমায়!
ভূলণ্ঠিত, পদদলিত, নিষ্পেষিত হল
আমার এ স্বর্গীয় দেহ, চাঁদনী জীবন, সরল শিশু মন।
আমার স্বপ্নের বাগিচায়, আমার দেহ-স্বর্গে
নেমে আসে কাঁটাতারের বেড়া।
আমার উর্বরা যোনিদ্বার আর মায়াবী স্তনচূড়া
রক্ত-প্লাবনে হাবুডুবু খায়।
বারুদের গন্ধে বাতাস পথ হারায়,
ধোঁয়ায় মুখ ঢাকে আকাশ।
আজ আমার বুকে দারুণ উল্লাসে উড়ে
স্বাধীনতার পতাকা।
নীচে পড়ে থাকে আমার বিবস্ত্র, ধর্ষিত, নিথর দেহ-ভূমি।