আশা লীন/ইসরাইল সেখ

 
আশা লীন 

          ইসরাইল সেখ 


আমি যেদিন হারিয়ে যাবো খুঁজবে সেদিন খুঁজবে,
সোনার মুকুট পায়ে নিয়ে সেদিন তুমি বুঝবে।

চেয়ে দেখি মত্ত হাসি তোমার ঠোঁটের কোলে,
একবারও কি ভেবেছ তুমি কি সুখ আমায় দিলে?
রুপোর মুকুট পরিয়ে মাথায় ওড়াও তোমার চুল,
অন্য পানে চেয়ে তুমি মাড়াও আমার ফুল।
চুপি চুপি হেসে তুমি বলেছিলে গো কথা,
আজকে তুমি কেন আমায় দিলে এত ব্যথা?

স্বপ্ন সেদিন দেখেছিলাম তোমায় নিয়ে পাশে,
আজকে তুমি যাচ্ছ চলে কোন দূরের দেশে?
কল্পনাতে চেয়ে দেখি তুমি আমার বুকে,
হাত বাড়ালে লীন হয়ে যাও শূন্যতারই সুখে।
তোমায় আমি দেখব বলে জানালায় চোখ রাখি
শূন্য আকাশ তাকিয়ে থাকে, কোথায় তুমি, সখী?

আমি যেদিন হারিয়ে যাব খুঁজবে সেদিন খুঁজবে,
সোনার মুকুট পায়ে নিয়ে সেদিন তুমি বুঝবে।

Post a Comment

Previous Post Next Post