আজিজুল হাকিম-এর তিনটি অণু কবিতা

 


ছুঁড়ে দেয় তির বিষাক্ত কালপুরুষ 

ঝরে ঝরে পড়ে নক্ষত্র মানব

গিলে গিলে খায় যুগযুগ অন্ধকার। 


পথ-হারাকে দেখিও না পথ, 

নিও না তারে তোমার সাথে;

দিও না তারে তোমার আলো 

আঁধার আনবে তোমার পথে।

জাহান্নামের আনবে আগুন 

তোমার চলা জীবন রথে। 


তোমার দেওয়া বিষণ্ণতায় যদি আমি কাঁদি কোনোদিন;

মনে রেখো, 

সেই বিষণ্ণতা তোমাকেও কাঁদাবে একদিন।

Post a Comment

Previous Post Next Post