ঠিকানা
খোরসেদ আলম
প্রতিদিন ঘুরি ফিরি
চেনা অচেনার পথে
কখন মাঝে অন্ধকারে
রাজপথ ছেড়ে
ধুলোর পরে গলিপথে
ছায়া পড়ে ভূতের মতো
অদ্ভুত নির্বাক নৈঃশব্দ!
যায় নিত্য খেলে
আমার পাংশু আরশিতে
ভুল করি না দৃঢ় বিশ্বাসে।
ভুল হয় সেদিন
আসার আলোয় একদিন
ভ্রান্ত খুঁজি আলোর ঠিকানা
ফিরে আসি, ফিরে যাই
হাঁটতে থাকি - পথ সরে না
ভুল করে ভুল হয়
ভুল করি নিজের ঠিকানা।
Tags:
সাহিত্য-কবিতা