অভয়াকে নিবেদন
মাজরুল ইসলাম
আর জি করের চাতালটা এখন
শঙ্খচিলের স্বর্গরাজ্য।
দেখো গো ! মেঘনীল শাড়ি পরিহিতা,
বিবস্ত্র শরীর
অস্থি মুচড়ে দেওয়া গ্রীবা
ক্ষতচিহ্ন বপুর নানা স্থানে
সেমিনার কক্ষে লাশ হয়ে শুয়ে আছে অভয়া।
এ বড় ভয়ঙ্কর দৃশ্য !
তাঁর স্বপ্নের উপর নেচে গেছে
আর জি করের রোয়াকে ঘুরে বেড়ানো
এক ঝাঁক অবাধ চিল।
কতগুলো শিকারি পাখি
অভয়ার শরীর ঠোকরানোর পর
তাঁর সতীত্বের গহ্বরে এঁকে গেল তির্যক রেখা।
সময়ের খাতায় লেখা থাকল একটি স্মরণীয় ইতিহাস।
আর ঘোমটা দিও না, তোমার বজ্র আঁটুনি ফসকা গেরো খুলে পড়েছে।
অভয়া, কিছু বলার নেই
ক্ষমা চাই
তোমাকে সুরক্ষা দিতে না পারলেও
বিচারের জন্য পথে রয়েছি--
Tags:
সাহিত্য-কবিতা