মুখোশের অন্তরালে/আজিজুল হাকিম

 


মুখোশের অন্তরালে 
আজিজুল হাকিম

 

অপলা, সমস্ত সুযোগ আমাকে দাও। 
তোমার সরল মন 
বাসন্তিক উল্লাসে ভাসমান তোমার পেলব দেহ 
আমাকে উৎসর্গ কর।

 

তোমার মাদক দেহ খুবলে খুবলে খাব 
তারপর খালি বোতলের মতই 
তোমার নিথর নগ্ন দেহ পড়ে থাকবে 
কোন এক ঝোপের ধারে।

অতঃপর মিছিলের উল্লাস 

নীল, সবুজ, গেরুয়া রাজনীতির মাতন 
দেখবে সারা দেশ।

 

হিমেল ঘরে বসে ফোকলা করবো দেশ 
হাহাকার আসবে ঘরেঘরে 
খিদের জ্বালা ভুলে যাবে লোকে 
ধর্মান্ধতার আগুন, রক্তললুপতা চোখে মুখে।

কেউ জানবে না, কেউ চিনবে না আমায়
অবনমনের উন্নয়নে 
আমি কেবল বাহবা আর হাততালি কুড়িয়ে যাবো বরাবর।

                      

রচনাঃ ১৮/০৪/২০১৮

Post a Comment

Previous Post Next Post