ফিরোজ শাহীন আলাল
গোলাপের কাঁটা হাতে বিঁধলে
ক্ষতবিক্ষত রক্ত ক্ষরণ
ক্ষতটা দ্রুতই সেরে যায় বটে
কিন্তু প্রেমের কাঁটা হৃদয়ে বিধলে
কখনোই সারেনা অনন্ত কাল রক্তক্ষরণ!
তোমার সাথে পরিচয় টা আমার নিয়তি
ভালো লাগাটা নিয়তির পরিহাস
আসলে ভালবাসার কখনই মৃত্যু হয় না
জীবনের শেষ মুহূর্তেও ক্ষতবিক্ষত বিষাক্ত ছোবল
সত্যিকারের ভালোবাসার মৃত্যু নেই-- হয়না!
সময়ের আবর্তনে গোধূলি আবীরে বেদনার্ত আর্তনাদ
সমস্ত দিনের ক্লান্তি শেষে সূর্যের গোধূলি লগ্ন আক্ষেপ
চাঁদের জোছনা কুসুম স্নিগ্ধতা মনের আবেশ
তারার মিটিমিটি ঝলক মনের পরিতাপ শান্তনা
ঘন কুয়াশায় শিশিরের পরশ শিউলি ঝরার বেদনা
তুমিই কি ভুলতে পেয়েছো? আমিও কি--
ভালোবাসা খাক করে দেয় জীবনের প্রজাপতি!
******
Tags:
সাহিত্য-কবিতা