বসন্ত আসবে..
আসমত আলি
থাক না অবহেলা...!
বইতে রাজি কালের পর কাল
মনের মাঝে জমুক অবহেলার শিলা স্তুপ
অবহেলার ভেলাই ভাসতে ভাসতে
আবেগের দানবিক শক্তিদিয়ে পাহাড় ফুঁড়ে উঠবে
শ্যাওলার চাদর সরিয়ে উঠে দাঁড়াবে সম্মুখে
সময়ের অন্তরে লঙ্ঘিত হবে সীমানার গণ্ডি
খুঁজে নেবে ভালোলাগা...ভালোবাসা...
আদরের নিশ্চিত ঠিকানা ।
শ্যাওলা মাখা আবেগ নতুন করে বাঁচার নেশায়
ছুঁয়ে দেবে প্রেয়সীর পাষাণ হৃদয়
ভ্যাপসা গন্ধ, আবেগের বাতাসে উড়ে যাবে
আলগা হবে বেনি, জাগবে শিহরণ
দীর্ঘ হতাশা , অবহেলিত আদরের ক্লান্তি
খুঁজে পাবে তার নিজ ঠিকানা
সেদিন বসন্ত আসবে
বসন্ত আসবেই আসবে ...!
Tags:
সাহিত্য-কবিতা