কলঙ্ক
ইসমাত রিজুয়ানা
কোথায় হারিয়ে গেলে মেয়ে?
ভগ্নমন, ভাঙ্গাচোরা কঙ্কাল...
তলপেটে চাপ চাপ রক্ত
লজ্জায় মুখ ঢাকে নগ্নতা
তোমার শরীরের খসা বল্কল ...
কোথায় খুজব তোমায় মেয়ে?
কামের লালসায় ঝলসানো মুখ...
বৃশ্চিক দংশনে নীলাভ স্নায়ুতে
পদদলিত পাপড়ির হাহাকার
ঘৃনার গরলে স্পন্দনহীন বুক....
কোথায় লুকিয়ে গিয়েছ মেয়ে?
বাতাসে ভরে দিয়েছ বেদনা....
লুকিয়েছ নিজেকে নিজেরই মাঝে
কলঙ্ক? সে তো তোমার নয়।
সভ্যতাই হারিয়েছে তার ঠিকানা
Tags:
সাহিত্য-কবিতা