(এক)
এই রাত্রে আমি আগুন জ্বালিয়েছি
শব্দের গভীরে বপন করেছি দহনের বীজ
সম্মুখে বারুদের অনন্ত আবাদ
এসব উজ্জ্বলতার পেছনের
মেহের নিগার সুলতানাকে
আমার অনেকদিন দেখা হয়নি-
(দুই)
শুয়ে থেকে থেকে শ্যাওলা জমছে শরীরে
শ্লথের পায়ে আর ফিরছে না জৌলুস
ঘুম তো নাম মাত্র প্রাচুর্য
ঘুণে কেটে গেছে আমূল মানুষ
(তিন)
রাত বারোটা চব্বিশের নিস্তব্ধ পথে
সমস্ত আমিটা ভেঙ্গে পড়ে থাকি
নিজেকে হারানো মানুষের মতো
বিজ্ঞাপিত ব্যর্থ কোলাহলে
*****