হৈমন্তী
আসাদ পাটোয়ারী
বসনে শুভ্রতা এখনও,
কোমল স্পর্শে স্পষ্ট শারদীয়ার
কাশবন -
তার উপর ভেসে বেড়ায় খণ্ড মেঘমালা
চাণক্য অরুণের বেগতি দেখে
কাঁদে উপবন।
তবুও তোমার কোমল আবেশে
খুঁজে পাই মধুবন।
ভাবি কাশের পক্কতায় ছন্নছাড়া
রেণুরা-যেভাবে উড়ে
চলে যায় সীমাহীন দিগন্তে
সেখানে-
আমিও যাই তােমার শুভ্র আঁচল ধরে
ভাবি- একটু আদর করি
তুলতুলে গালে
অনামিকার স্পর্শে
যদি রাঙা হয় হৈমন্তীর
শিউলী ঝরা ভোর
আর তারই সুবাসে খোলে
তোমার বন্ধ আঙিনার দোর
ডুবে যাবো-
একেরবারে হৃদয় সায়রে
মিশে যাবো অন্তর অনিকেতে
একাকার হবো তোমাতে।
Tags:
সাহিত্য-কবিতা