স্বজন
আব্দুর রহমান
ঈশ্বর আপ্লুত তার সৃষ্টি
পৃথিবী জুড়ে রয়েছে অরণ্য আকাশ সাগর
ফুল ফল পাখি মাঠ স্রোতস্বিনী কুলু কুলু ধ্বনি।
বৃষ্টি ভেজা রাতে জোছনার লুকোচুরি
ঘুমিয়ে থাকে বুকের ভেতর নীরব প্রশান্তি
দেখেছি আমি আড় চোখে অন্ধকার ঠোঁট একা
মেঠো পথে জোৎস্নার চাঁদ ঠোঁটের মতো
বুনোফুল ছড়িয়ে দিচ্ছে হেমন্তের সুর
সেখানে আমি রেখে যাই প্রশ্ন চিহ্ন
খুঁজে দেখো আমি আছি তোমার পাশে
এই নদী মাঠ ঘাট ক্ষেতে ফুল পাখি হয়ে
তুমি আসবে বলে বুকের মধ্যে জড়িয়ে থাকে
কতো কথা কতো স্বপ্নের মানচিত্রে আঁকা তুমি
সৃষ্টির পৃথিবী জুড়ে রয়েছে তোমার আলিঙ্গন
এখনও স্বপ্নে নয় বাস্তব পাহাড়ি সবুজ পাইন
ডেকে বলে এসো বন্ধু এসো স্বজন
অনন্ত দিগন্ত সেঁকা রোদ্দুর বৃষ্টি করে আপন।
***
Tags:
সাহিত্য-কবিতা