নীলকণ্ঠ
এষা বেলা
আমার বাসন্তীক লীলাচলে
রাতের মধুরীমায় ভিজতে চেয়েছিলাম
কলঙ্কিত পূর্ণিমা
এসে আমাকে ভাসিয়ে দিল
জ্যোৎস্নাময়ী ভালোবাসার
শ্রাবণধারায়।
আমি ভিজতে থাকলাম,
আকাশে ভিড় করতে
থাকল মেঘের পর মেঘ -
চাঁদের কলঙ্ক ছাড়া
আমার জন্য আর কিছুই রইল না।
চারপাশে শুরু হলো
ঘুর্নাবর্তের খেলা
আমি হারিয়ে ফেললাম
আমার পরিচিত মুখ,
আমার লালিত্য উজ্জ্বল
স্বপ্ন বিলাসী জীবন,
আমার রঙধনু পথ;
আমার শেয়ার বাজারে
নেমে এলো ধবস
আমার নক্ষত্রখোচিত
সম্ভাবনাগুলো
জীবন থেকে সরে যেতে
লাগলো নিয়তির সম্পানে।
আজ আমি দিশাহীন আঁধারের
পথিক।
আমার মনে অমৃতের
নেশা
আঁধার সাগর তলে ডুব
দিয়ে দিলাম
সেখানে অমৃতের পরিবর্তে
পেলাম খাঁটি গরল সুধা।
আমি তো নীলকণ্ঠ হয়ে
যাচ্ছি, প্রিয়!
Tags:
সাহিত্য-কবিতা