গম্বুজ
মণি জুয়েল
ওই দুই গম্বুজ আমাকে
হাতছানি দিয়ে ডাকছে
ওই দূর থেকে
সমূহ সম্ভাবনায়
উঁচু মিনার দাঁড়িয়ে আছে
অপত্য সম্ভাবনায়
গম্বুজরাও প্রস্তুত
হয়ে আছে
বুঝতে পারছি।
কিন্তু আমি জানি
না, তার দ্বার উন্মুক্ত কি না
দুয়ার খোলা আছে?
যথা সম্ভবত ব্রাহ্মণ্য নেই
Tags:
সাহিত্য-কবিতা