এখন দিগন্ত লাল
লালন চাঁদ
কাশফুলে ঢাকা বিকেল
হাওয়াময় নদীর এপার ওপার
আমি শুনি ঢাকের কাঠি
হৃদয় চঞ্চল
এতো আলো
এতো প্রাণ
এতো আয়ু
কতো বিশ্বাস নিয়ে জেগে থাকি রাত
বুকের মাঝে দলিত পায়ের শব্দ
রাস্তা জুড়ে গণ অভ্যুত্থান
কতো দাবদাহ
কতো আগুন পুড়ে পুড়ে খাক করে প্রাণ
বুকের ভেতর চাপা অসন্তোষ
জেগে ওঠে মানুষ
লাখো মুঠি স্লোগান তোলে স্বৈরাচারের অবসান চাই
এখানে সূর্য নেই
এখানে স্যাঁতস্যাঁতে অন্ধকার
নেই জীবন
নেই বায়ু
নেই অক্সিজেন
এসো রাস্তায় নামি। স্বেচ্ছাচারিতা প্রতিহত করি
জেগে ওঠছে মানুষ
আজ সূর্য উঠছে নতুন সম্ভাবনা নিয়ে
দিগন্ত লাল
Tags:
সাহিত্য-কবিতা