আমি তোর বৃষ্টি হবো
-ইসমাত রিজুয়ানা
আকাশ ঢেকেছে মেঘের এলোচুলে
তুই কোথায় লুকিয়ে আছিস?
খোলা ছাতা বন্ধ করে হঠাৎ
তুই আমাকে প্রায়ই ভেজাতিস...
দামাল হাওয়ায় বেসামাল আমার আঁচল
বৃষ্টিধারা নামতো দু গাল বেয়ে...
সেই মুহূর্তে ভীষণ নরম তুই
জল ছেটাতিস পায়ের পাতা দিয়ে...
বৃষ্টিতে কাঁপতাম ভিজে দুটি শালিক
বৃষ্টির আঁচল দুজনকে দিত ঢেকে...
ভীড়ের মাঝে, বৃষ্টি ধারার নির্জনে
তোর উত্তাপে মনকে নিতাম সেঁকে...
ভিজেছি দুজন গড়িয়াহাটের মোড়ে
হাজরায়, কলেজ স্ট্রিটে, ময়দানে...
মাথার উপর এখন খোলা ছাতা
তোকে নিয়ে তবু ভিজি মনে মনে...
তোর আকাশে কি নেই মেঘের আনাগোনা?
শুকিয়ে এসেছে আমার ভিজে আঁচল...
দুই গালেতে শুকনো অশ্রু রেখা
চোখের নিচে অতীত স্মৃতির কাজল...
চোখের পাতায় আজ মেঘ জমেছে খুব
তোর ঠিকানা কোথায় খুঁজে পাব?
ভিজবি যদি আয়, বুকের এই নির্জনে
আয়, আজ আমি তোর বৃষ্টি হবো.......
***
Tags:
সাহিত্য-কবিতা
বেশ ভালো লাগলো। ছন্দ বোধ বেশ ভালো।
ReplyDeleteএই সময়ের অনেক অনেক বেশি কবিতা পড়ো। সমৃদ্ধ হবে।
শুভেচ্ছা রইল।