ঝরে শতেক নব্য কুসুম/ইমদাদুল ইসলাম


ঝরে শতেক নব্য কুসুম

       - ইমদাদুল ইসলাম 


মানবতার সব যে গেল

প্রতিবেশীর ঘরেতে আজ,

নিন্দা করে জগৎ সমাজ।

খোয়ায় কত যুবার জীবন

ঠেকাতে ওই নীচ ধান্দাবাজ।


রাষ্ট্রনেতা দেয় গো যখন

মানুষ মারার শক্ত হুকুম,

বুলেট চলে ঢিসুম ঢুসুম।

মানুষ মরে পাখির মতন

ঝরে শতেক নব্য কুসুম।


ছাত্র ছাত্রী ফুলের সমান

ন্যায্য দাবির আন্দোলনে,

কাঁপায় রাস্তা শোর স্লোগানে।

স্বেচ্ছাচারী শাসক তখন

চালায় বুলেট মধ্য খানে।


ধিক্কার জানায় জ্ঞানী গুণী

তাঁদের মাথা নীচু রেখে

নৃশংস এই হত্যা দেখে।

কবি শিল্পী যতেক আছে

ক্ষুব্ধ দেশের শাসন দেখে।


যোগ্য নেতার কাঁধে অর্পণ

দেশের শাসন দায় দায়িত্ব

বাড়ায় সদা দেশের স্থায়িত্ব।

মাতাল-খুনী রইলে নেতা

দেশের মঙ্গল খোঁজা ভ্রান্ত।

***

Post a Comment

Previous Post Next Post