স্মৃতিকণা
পঙ্কজ
মান্না
ভাবো না এসব সত্যি যেন -
বৃষ্টিভেজা বিকেল চারটে কৃষ্ণ-ভ্রমর
মেঘ সেজেছে ঈশানকোণে
অন্ধ আকাশ দেখছে না কেউ,
কেবল আমি রাত্রি-খেচর কান পেতে রই
বন্ধ ঘড়ির নাড়ির
গানে
বোতাম-খোলা মেঘের বুকে হঠাৎ ছুরির রক্তপাতে
ঘর-বাহিরে বৃষ্টি আসে
কেউ বা কাঁপে গভীর ত্রাসে
কেউ বা কাঁপতে ভালোই বাসে
আমার মতন পথ ভেসে
যায়, পথিক ভাসে,
ভিজতে থাকা সদানন্দ
বৃক্ষ যেন প্রেম শিখেছে বৃন্দাবনে
ওই কী মিতু! লাগামছাড়া বর্ষাঋতু, নৃত্যপরা..!
হঠাৎ মেঘে ভিজবো বলেই উপুড় করে মেঘের ঘড়া!
আপন মনে গাইছে মিতু, ডাকনামে সে পান্তাবুড়ি
বৃষ্টি ভেজা চারটে বিকেল, ঘরের মধ্যে ভিজছি আমি
Tags:
সাহিত্য-কবিতা