ম্যাজিক লন্ঠন/জহিরুল হক বিদ্যুৎ

 


ম্যাজিক লন্ঠন

জহিরুল হক বিদ্যুৎ

আকাশের পলেস্তারা খসে পড়া
রাতেও জেগে থাকে প্রত্যাশার চোখ;
উল্কার মতো বিরহী স্বপ্নগুলোর
ঝরে পড়া দেখে নীরব বেদনায়।
ঝুলন্ত ঝাড়বাতির মিটিমিটি আলো
অন্ধকার নিঝুম পথের ঘুম ভাঙায়,
অথচ ঘুমিয়ে পড়া শিশুর বোধে
চন্দ্রগ্রহণ শুধুই অবান্তর, শুধুই অর্থহীন।
ঘুম ভাঙলেই
আগামীর শিশুরা কেঁদে বলে,
“আমাদের একটু আলো দেবে
ঝলমলে স্বচ্ছ আলো?”
অতঃপর!
রাত্রি জেগে থাকা কিছু কলম
হামাগুড়ি দিয়ে কাছে আসে
তমসার বুকে ম্যাজিক লন্ঠন নিয়ে।
 

Post a Comment

Previous Post Next Post