মেঘের আয়না
মীর সাহেব হক
মেঘের আয়নায় নিজের
মুখ দেখলে বৃষ্টি খুঁজে পাবে
তখন সৌন্দর্যের অভিমুখ
হবে কেবলই সৌন্দর্য।
স্মৃতিশক্তির বিশ্বস্ততা
হারালে
আমরা শান্তভাবে রোপন
করি অন্ধবিশ্বাস
আর অদ্ভুত সুখের
পরিসমাপ্তি খুঁজে বেড়ায়
আমাদের আহত উপস্থিতি।
হৃদয়ের বক্রতা আর
কামনা সমুদ্রের মতো বেড়ে গেলে
আমরা সকালের পবিত্রতা
ঘোষণা করতে পারি না,
পারি না সন্ধ্যার
লাবণ্যে ভরে নিতে হৃদয়ের নীতিমালা।
যাযাবর সময়, যখম
রাত্রি
তোমাকে এনে দিতে
পারে
স্বপ্নমোড়া লাশ আর
গর্বিত একাকীত্ব।
প্রত্যেকটা মুখের
একটা অভিমুখ রয়েছে
আমরা সেই মুখের চিরুনি
তল্লাশি করছি
একটা যুদ্ধ-বিরতি
দিন অপেক্ষায়।
Tags:
সাহিত্য-কবিতা