মিলিয়ে যাচ্ছে
তীর্থঙ্কর সুমিত
কতগুলো আঁকড় কাটছি বইয়ের পাতা জুড়ে
নিঃস্ব মুহূর্তে যত অভিমান দূরে সরে যাচ্ছে
বেরঙের রঙ ঘিরে আছে
যত অন্ধকারের বিলাসিতাকে
কথা দেওয়া এক একটা...
পিরামিডের গায়ে লিখে রাখা সুক্ষ চেতনার অভিপ্রায়
এখন শুধু রঙ বদলানোর খেলা
আর আমার যত বেদনা
নীলে নীল হয়ে আকাশে মিলিয়ে যাচ্ছে।।
Tags:
সাহিত্য-কবিতা