বুকের ভেতর সাহারা
হামিদুল ইসলাম
মাঝেমধ্যে দেখি বাড়ির
উঠোন ফাঁকা
হাওয়া নেই মেঘ নেই
রোদ নেই
আকাশ একা নিরালা
কেবল স্যাঁতস্যাঁতে
দীর্ঘশ্বাস ঘুরে বেড়ায় উঠোন বরাবর
কে যেনো হেঁটে বেড়ায়
উঠোনে তার কোনো টু
শব্দটি নেই
অথচ তার পদধ্বনি
শুনি আমার বুকের ভেতর
মনে হয় কে যেনো হাতছানি
দেয়
বিড়বিড় করে ডাকে
আমি বুঝি সব কিন্তু
তাকে দেখতে পাই না
পাঁচিলে প্রাচীন
কৃষ্ণচূড়া
লাল লাল লাল পৃথিবী।
লালে মোড়া
লাল থৈ থৈ
হৃদয় খুঁজি কৃষ্ণচূড়ার
লাল জমিনের ভেতর
কথা নেই কথা নেই
তবু কতো কথা তুলে
রাখি
কতো সোহাগ কতো আদর
দুঠোঁটে মাখি
সেই যে সেদিন চলে
গেলো রূপবতী
আর ফিরে এলো না
আমার বুকের ভেতর
সাহারা
আগুনে পুড়ে যায় নীলনদ।
কেউ খোঁজ রাখে না
Tags:
সাহিত্য-কবিতা