অন্য প্রেমিক
মিসবাহুল হোসেন
তুমি তখন অন্য মানুষ
অন্য কারো হৃদয়গামী;
শূন্য আকাশ, মেঘলা
দুপুর,
রাত্রী গভীর,অশ্রু
দামী।
তোমার শহর তারায়
ঢাকা,
চাঁদের আলো, স্বপ্নমাখা;
প্রশ্ন অনেক, প্রশ্ন
খোঁজে,
নীরব, গোপন কল্প আঁকা।
তুমিই রানি, তুমিই
সেরা,
কাজল চোখের কাব্য
লেখা;
কে ছিল, কি ছিল না,
গল্প ছিল মনেই গাঁথা।
একটা পাগল, প্রেমিক
ছিল
নিভিয়ে দেওয়া চাঁদের
বাতি;
ভাঙতে থাকা হৃদয়
ছুঁয়ে,
হারিয়ে গেল, প্রেমিক
খাঁটি।
Tags:
সাহিত্য-কবিতা