বিপ্লবী/আজিজুল হাকিম


 বিপ্লবী 

-      আজিজুল হাকিম

 

আমি ফাগুন শিখায় আগুন জ্বালাব

রক্তে আনব লাভার স্রোত

আমি উত্তাল হব

আমি উন্মত্ত হব

আমি উন্মাদ হব

সৃষ্টনাশা সৃষ্টি হব

আমি পয়মাল হব

হব অশান্ত সাগরের ঢেউ।

 

আমি হাজার মাইল মিছিল হব   

আমি প্রকম্পিত স্লোগান হব

জনজোয়ার হব  

বাঁধভাঙা স্রোত হব

ঝড় হব, ঝঞ্ঝা হব

কালবৈশাখীর তুফান হব

আমি বিদ্যুৎচমক হব

আমি বজ্রপাত হব।

 

আমি বৃষ্টি হব,  

আমি বিপ্লব হব,

আমি বিপ্লব হব;   

আমি হাসতে হাসতে রাজপথে দিব প্রাণ।

 

আমি রাষ্ট্রীয় সন্ত্রাসের চোখে আতঙ্ক হব

আমি উৎপীড়কের পিঠের চাবুক হব,   

আমি স্বৈরাচারী শাসকের মাথার উপরে কুঠার হব,

অত্যাচারী রাজার গলায় ঝুলাব ফাঁসির ঘণ্টা

আমি জুলমবাজের চিতা হব।

 

আমি নবজাগরণ হব,   

আমি রক্তস্নাত সূর্য হব  

আমি চেতনা হব

আমি বিপ্লব হব

আমি বিপ্লব হব    

আমিই হব ইতিহাস –

কবর থেকে আনব তুলে নতুন স্বাধীনতা।     

 

আমি মায়ের বুকফাটা বিলাপ হব

বাবার হাউমাউ করা কান্না হব

আমি বোনের শোকগাঁথা হব

আমি প্রতিবেশীর বাকরুদ্ধ।  

বন্ধুদের কাছে দীর্ঘশ্বাস হব,

আর প্রিয়তমার গোপন-অশ্রু।

 

আমি আদর্শ হব,

আমি অনুপ্রেরণা হব,

আমি স্বপ্ন হব  

আর আগামী প্রজন্মের কাছে  

আমি হব আভে রেগিনা।

 

রচনাঃ ১৯/০৭/২০২৪    

1 Comments

  1. অসাধারণ বিপ্লবের ঝঙ্কৃত অসি হুঙ্কার।

    ReplyDelete
Previous Post Next Post