বুকে জমাট মেঘ
ফিরোজ শাহীন আলাল
বুকের ভেতর জমেছে
ঘন কালো মেঘ!
উষ্ণতা অনুভব স্নায়ুতন্ত্রের
অনুরণন
ব্যাথাতুর শীতলতায়
কান্নার উম্মাদনা
শ্রাবণ বরিষণের মতো
অঝোর ধারায় বৃষ্টি
মন মেঘের বর্ষণে
প্লাবন থৈ থৈ
শাপলা শালুকের মতো
ডুবুক বেইমান কেউ!
আকাশ নীলে শরৎ মেঘ
কাশফুল শুভ্রতা
উচাটন চঞ্চলতা স্মৃতির
পাতা
প্রতারিত প্রেমের
ছোবলে বিদীর্ণ রজনী
ক্ষতবিক্ষত লাশ সলিল
সমাধি!
পাহাড়ের কান্না
জলে নায়াগ্রা জলপ্রপাত
টেমস নদীর স্রোতে
ইথুপিয়া প্লাবিত
মন মেঘের বর্ষণে
শিলাবৃষ্টি ঝরুক
প্রতারকের মাথায়
আকাশ ভেঙ্গে পড়ুক!
Tags:
সাহিত্য-কবিতা