ভস্ম /আসাদ পাটোয়ারী

 


ভস্ম

আসাদ পাটোয়ারী

 

লক্ষণ- অনুমেয়,শংকায় শঙ্কিত

আপনে শোচনা নেই,বরং

কটাক্ষে পঙ্কিত।

ক্ষতে দাগ দগদগে, দহনে ভস্ম

বিনা বায়ে ধুরমুর

ললাটে মোর অঙ্কিত।

হেরিয়া হরিয়া হরিষেরা বহুদূর

কভু দেখি অতিক্রান্ত

নিমিষেই ভ্রান্ত।

উড়ে আসে ধূসররা ঊষা যদি

উঁকি দেয়-

বিদঘুটে আবরণে

ক্ষীণ আলো ঢেকে দেয়।

বারিতে নেত্র -ভেজা ভেজা অনুভব

বেয়ে চিবুক ঝরে পড়ে

উঞ্চতার খলসুখ।

জলঝরা বুকখানা জলাধার আবহে

কতো ধারা নেয় শুষে

স্যাঁতসেঁতে তাজা দুখ!

ক্লান্তিরা নির্বার,নির্ঘুম রজনী

সমরে নিরস্ত্র -

তব ভাবে গজনী!

দীঘাপতি ভিখেরী -তবু নেই কম্পা

জীর্ণতায় হাসতে

লাগেনা তার ঢঙ্কা।

রিপুরা ত্রিশূলে গেঁথে কাটে ভেংচি

মিত্ররা সাজেসে

খুলে নেয় নেংটি।

অবিবেকী কাণ্ডরা কুরে কুরে খায় জান

এখনো উদ্যোত

ভুলুণ্ঠিতে এই প্রাণ।

Post a Comment

Previous Post Next Post