রক্তেই যদি রাজপথ ভেসে যায়/নিখিলেশ চক্রবর্তী

 


রক্তেই যদি রাজপথ ভেসে যায়

নিখিলেশ চক্রবর্তী

 

রক্তেই যদি রাজপথ ভেসে যায়,

মায়ের কান্না ভেসে যায় বাতাসেতে,

অধিকার চাওয়া হয় যদি অন্যায়,

সুবিচার জেনো আসবেই আদালতে।

 

মনে রেখো শুধু মিছিলের জয় হয়,

হেরে যায় জেনো গোলা গুলি বেয়নেটে;

সময়ই পেয়েছে আন্দোলনের ভয়,

শুনি জয়গান সীমানায় খেতে খেতে।

 

স্বাধীনতা শুধু স্বাধীনতা জেনো নয়,

লড়াইয়ের পথে কথা কয় স্বাধীনতা;

নেমে থাকো পথে পথই আনবে জয়,

মাভৈঃ দেশের দাবীর মেধাবী কথা।

 

রক্তেই যদি রাজপথ ভেসে যায়,

মৃত্যুই হয় জীবনের পরিণতি;

দাফনের মাটি ঢেকে যায় কান্নায়,

শোণিতেই লেখা থাকবে শহীদ ইতি।

Post a Comment

Previous Post Next Post