গুঁড়িয়ে দিতে পারে...
ইমদাদুল ইসলাম
পৃথিবীটা যেন নির্বাক
চলচ্চিত্রের ন্যায়,
কিন্তু আর কত? কত
দিন?
একদিন ঠিক তো পিঠ
ঠেকবে বেষ্টনীতে,
সেদিন সুদে আসলে
তাকে হয়তো বেশি সবাক হতে হবে,
তাছাড়া একটু প্রলাপ
বকার আশঙ্কাও থেকে যাবে।
তাই আগে থেকেই সবাক
চিত্রে অভিনয় অভ্যাস মন্দ নয়।
নতুবা অন্য গ্রহদের
কাছে লজ্জার বিষয়টা থেকেই যায়,
যেটা সামলিয়ে ওঠা
বেশ কষ্টের ।
চাঁদ কিম্বা তারাদের
তেমন একটা সবাক না হলেও চলে,
তাদের ইশারা ইঙ্গিতেই
এখন অনেক কাজ হয়।
তবে সভ্য পৃথিবীর
দায়িত্ব অনেক বেশি,
হ্যাঁ, অন্যান্য
গ্রহদের চেয়ে অনেক বেশি।
তাকে অসংখ্য প্রাণের
সাথে কক্ষপথ পরিক্রমণ করতে লাগে,
তথাপি মুখটা কিঞ্চিৎ
খোলা রাখলে ক্ষতি কী?
তার তো রয়েছে বিভু
প্রদত্ত অসীম ক্ষমতা,
মুহূর্তে গুঁড়িয়ে
দিতে পারে যত সভ্যতার কলকাঠি।
Tags:
সাহিত্য-কবিতা
অসাধারণ ভাবনা।
ReplyDelete