বৃষ্টি আসবে বলে/আজিজুল হাকিম

 


অণুগল্প

বৃষ্টি আসবে বলে

 আজিজুল হাকিম

 

দীর্ঘদিন ধরেই ভীষণ খরা চলছিল। ওই খরার হাত থেকে বাঁচার জন্য মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। অধিকাংশ ঘরে হাহাকারের সুর কান্নার মতো বেজে চলছিল। মানুষ বাঁচতে চাইছিল। তাই তারা চায়ছিল মেঘ আসুক আর মুষলধারায় বৃষ্টি হোক। 

এভাবেই অনেক সময় কেটে গেল। তারপর একটি বিধ্বংসী ঝড় এলো। উচুঁ উচুঁ ঘরবাড়ির মাথা উড়ে গেল। অবশেষে একখন্ড বিশাল মেঘ এসে সূর্যের সামনে দাঁড়িয়ে পড়ল। আর একটুও নড়লো না। সবাই সেই মেঘের দিকে তাকিয়ে থাকল। ওরা প্রত্যেকেই আশাবাদী - এবার বৃষ্টি হবে। কিন্তু না, বৃষ্টি হচ্ছে না! 

মাঝে মাঝে মেঘ গুড়গুড় করে যাচ্ছে। সময় পার হচ্ছে। মাস পার হচ্ছে। বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। তবুও এক পশলা বৃষ্টির আশায় সকলেই মেঘের দিকে তাকিয়ে আছে। ওদিকে তাকাতে তাকাতেই কয়েকজন উপরে চলে গেল। মুখে একফোঁটাও বৃষ্টি এসে পরলো না। 

দীর্ঘ কয়েকটি বছর এভাবেই চলে গেল - বৃষ্টি হলো না। তারপর একদিন ওই মেঘখণ্ডটি অনেকক্ষণ ধরে গুড়গুড় করল। মেঘ আরো কালো ঘুটঘুটে হল। সবাই আবার তাকাতে লাগল। সকলেই এ ওকে বলাবলি করতে লাগল, এবার বৃষ্টি হবেই। 

ওই দলে একটি ছোট্ট ছেলে মেঘের দিকে তাকিয়ে হাসলো আর বলল, বৃষ্টি না ছাই হবে! আরও একটা ঝড়ের দরকার।

 

Post a Comment

Previous Post Next Post