দিশাহারা
আব্দুল লতিফ
ও আমার কাজল
কালো ময়না রে,
তোর বিরহ,
মোর প্রাণেতে সয়না রে।
তুই আমার
মেঘ বরণী বন মরালী,
তুই আমায়
কোন গুণেতে মন ভরালি।
তুই আমার
মনের বনের চন্দনা,
তুই তো ছিলিস
নাকো মন্দ না।
তোকে তো
ভালোবাসি কী দারুণ,
তবু কেন
দিলি ব্যথা নিদারুণ।
তুই আমার
ভালোবাসার নন্দিনী,
রয়েছিস অন্তরে
মোর বন্দিনী।
তুই আমার
আঁধার ঘরে বিজলী বাতি,
মোর ঘর করবি
আলো সারা রাতি।
তুই আমার
গ্রীষ্মকালে,শীতল জল,
আমারে দুঃখ
দিয়ে কী ফল বল।
তুই আমার
সোঁদর বনের বাঘিনী রে,
তুই বিনে
বন্ধ মনের রাগিনী রে।
ও আমার গোলাপ
বাগের গোলাপ রে,
তোর তরে
করি আমি বিলাপ রে।
তুই আমার
কৃষ্ণ ভ্রমর কন্যা রে,
অঙ্গেতে
তোর ভাদ্র মাসের বন্যা রে।
তুই তো হ'লি
আমার মনের আয়না রে,
তোকে ছাড়া
বাঁচতে আমি চাই না রে।
বলতো দেখি
ওরে আমার ময়নামতি,
আমায় ছেড়ে
তোর কি কোনো হয় না ক্ষতি।
তোরে আমি
খুঁজে বেড়াই দিন রজনী,
মোর কাছে
আয় ফিরে আয় প্রাণ সজনী।