ভোরের প্রতীক্ষায়
আজিজ রসুল
মেঘ নেই আকাশে , অথচ
পৃথিবী জুড়েই যেন অন্ধকার
নিবিড় অন্ধকার!
প্রাণের আতঙ্কে প্রাণ
দেহ-মনে জাগে ভয়
লুকোনো গর্ত থেকে
কাঁপছে আলোর সম্পাত
চুন সুরকি খসে পড়া দেওয়াল
ছত্রভঙ্গ করে দেয় স্বপ্ন
ঝরে পড়ে নির্মম অবাস্তবতা।
বধির আর্তনাদ করে
উড়ে যায় শঙ্খচিলের দল
গলিত মন নিয়েই
প্রাণের আবেগে
স্পন্দিত হৃদয়ে
দেহাতি সুরে ভেঁজে যাই
আনন্দের সঞ্চয় ,
শুধু সময় বয়ে যায়।
বারবার পিছু হটেও
উত্তপ্ত প্রান্তরেই বাঁচতে হয়,
বাঁচতে হয় রাতের অন্ধকারেও
অনুভবে ভরে আছে সেই রাত্রি
মৃতপ্রায় হাসিমুখ চেয়ে থাকে
আগত ভোরের প্রতীক্ষায়।