কেবল তুমি/আজিজুল হাকিম

 


কেবল তুমি

আজিজুল হাকিম


কেবল তুমি,

যে আজও আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবেনি
অসম্পৃক্ত থেকে সম্পৃক্ততার জোনাকী রোদ্দুর
হৃদয়ের উর্বশী মনে কখন যেন মাখিয়ে দিয়েছো তুমি।
আজ কেউ নেই, কেবল তুমি আর তুমি।
মায়ার বিনুনিতে কখন বেঁধেছ আমায় রূপসী প্রেম
মনের আঁধারে ভরিয়ে দিয়েছো কাঁচা হলুদ জ্যোৎস্না
যার হাত ধরে হাঁটতে হাঁটতে নদীর ধারে যাওয়া যায়
অস্তায়মান সূর্যকে নদীর জলে অবগাহন করতে দেখা যায়
সে চলে যাওয়ার পরেও নদীর বুকে রেখে যায় সোনালী সোহাগ।
খুশির উষ্ণতায় মেঘও আগুন জ্বালায় জলের নরম বুকে।
কেবল তোমার হাত ধরেই কচ্ছপ পায়ে
তেপান্তরের মাঠ, বন থেকে বনান্তর
আর পাহাড়ের হৃদয় ছুঁয়া যায়,
মহুয়া বনে দেখা যায় অক্লান্ত কিশোরীর উত্তাল নাচ।

অথচ অযত্ন অবহেলায়
তোমাকে রেখে ছিলাম ধুলোবালি খেলায়
প্রবল অনিহায় ভুলে গেছিলাম তোমার অস্তিত্ব।
আমি যখন সর্বহারা হয়ে দিশেহারার গহীনে নিমজ্জিত প্রায়
ঠিক তখন অবহেলার অবগুণ্ঠন খুলে দেখালে স্মিত মুখ;
বাড়িয়ে দিলে হাত।

স্বলজ্জতায় আমিও.......
আমি যে তখন নিরুপাই হোঁচট খাওয়া এক পথিক।

Post a Comment

Previous Post Next Post