ইচ্ছেগুলো মারা যায়/সাহেব মান্না

ইচ্ছেগুলো মারা যায় 

সাহেব মান্না


ইচ্ছাগুলো মারা যায় 

কিছুটা হতাশায় 

আর কিছুটা অবহেলায়।

দয়াহীন কিছু সুযোগ 

সে তো বিন্দুর মতো লাগে।

অসহায় নিরুপায় জীবন কাঁদে

বাঁশির বাতাস হয়ে।

প্রেমগুলো আজ ভুলে গেছে 

চেনা রাস্তার কাঙ্খিত স্পর্শ।

মাথার উপরে বৃষ্টি এখন 

লাগে না যেনো স্বর্গ।

ইচ্ছেরা বোধ হয় কাঙাল হয়ে 

এর বাড়ি তার বাড়ি ঘুরে।

মাথার উপরে খোলা আকাশ

রুক্ষ সূক্ষ্ম প্রাণে তাকাতে দিয়েছে,

শুধু জীবন কেঁদে গেছে

ইচ্ছেগুলো মারা যে গেছে।

এ যেন জীবনের কাছে

হেরে যাওয়ার পর 

সাহিত্যের পাতাতে নিঃশ্বাস করা। 

Post a Comment

Previous Post Next Post