নীরব কবি



কবিতা – নীরব কবি 
কবি – আজিজুল হাকিম 
 
বায়োনেটের শানিত দৃষ্টি, কারাবাসের হুমকি
পারেনি তো করতে তোমার কণ্ঠরোধ। 
তুমি তো ছিলে নির্ভিক জালেম শাসকের জগতে - 
তোমার হুঙ্কারে বেসামাল ইংরেজ আমার অখন্ড ভারতে। 
তোমার জ্বালামুখী কবিতা আর গানে 
হাজার বিদ্রোহীদের রক্ত ফুটেছিল টগবগ।   
একদিন তোমার সুরেই জ্বলেছিল অগ্নিবীণার রবি। 
তবে ‘ফুলের জলসায় নীরব কেন কবি’?  

আজ শয়তান আর ভগবান একসাথে ঘর করে, 
দুর্ভিক্ষ সিঁধকাটে ঘরে ঘরে বাড়ন্ত দ্রব্যমূল্যের হাত ধরে। 
আসহায় আজও মার খায়। 
ধর্ম আজও ভ্রুকুটি শানাই। 
গণতান্ত্রিক আর সাম্যের অধিকার শাসকের শাসনে পদপিষ্ট হয়। 
আকাশ বাতাস ধ্বনিত হয় লাঞ্ছিত মানবতার কান্নায়।
আজ তোমার প্রতিবাদের ঝড় বেগতিক হয় সবই। 
তবুও, ‘ফুলের জলসায় নীরব কেন কবি’?

Post a Comment

Previous Post Next Post