ভালোবাসার ঝর্ণাধারার ভিজবো না তো আর

 


ভালোবাসার ঝর্ণাধারায় ভিজবো না তো আর

কলমে: এষা বেলা

ভালোবাসার ঝর্ণাধারায় ভিজবো না তো আর

ছলচাতুরীর জগৎ সভায় ভাবছি কে বা কার। 

রাতের বেলায় মৃত্যু এসে ঘুমিয়ে আমায় দেয়

স্বপ্নলোকের খোসবাগিচায় আমায় ডেকে নেয়;

ঘুম ভাঙলেই দেখি আমার বিশ্বাস গেছে চুরি

দিশেহারা সাগর বুকে এখন কি যে করি? 

রঙতুলির ক্যানভাসে আজ আঁকছি অন্ধকার। 

ভালোবাসার ঝর্ণাধারায় ভিজবো না তো আর।।


রচনা: ১৬/০৭/২০২২

         গভীর রাত 

Post a Comment

Previous Post Next Post