উপলব্ধি
মনিরা ইসলাম
পয়তাল্লিশটা বসন্ত গত হয়েছে
কিশোরী মনে যে স্বপ্ন ছিল
একুশের স্বপ্নের সাথে বিস্তর ফারাক
পঁচিশের বসন্ত কৃষ্ণচূড়ার মতো রঙিন
সায়ানাইডও হয়তো অমৃত মনে হতো।
অদ্ভুত এই জীবনের ধারাপাত
গুণের নামতায় যদিও বা দ্বিগুণ হয়
ভাগে গিয়ে বুঝতে পারি শূন্য ছাড়া
কোন কিছুই অবশিষ্ট নয়।
এ-ও বুঝতে পারি
বিচ্ছেদ সহজ দূরে সরে যাওয়াও সহজ
কিন্তু তোমাকে ভুলে যাওয়া সহজ নয়।
রোদ্দুর দূরত্ব বাড়ানো সহজ
কথা না বলে ঘন্টার পর ঘন্টা অভিমানও সহজ
কিন্তু তুমি নেই এটা যে মানতে পারব না!
জীবন সায়াহ্নে এসে বুঝতে পারলাম
আমার পূর্ণতা তুমি
যতবার ভাবি দূরে সরে যাব বহুদূরে
ততবারই জড়িয়ে পড়ি অধিক অনুরাগে।
জীবনের গল্পে তুমি হয়তো বিমূর্ত এক চরিত্র
অথচ তোমার এই বিমূর্ত রূপটাই
আমার কাছে চির মূর্ত!
আমার প্রাত্যহিক জীবনে তুমি নেই
অথচ তুমি আছ সর্বস্ব জুড়ে।
আমি এখন বুঝতে পারি
যে অভিমানের পুঞ্জিভূত মেঘ আমার আকাশে
সে মেঘে বৃষ্টি না হোক বিদ্যুৎ খেলে তীব্র গতিতে।
আমি ভীষণ ভয়ে কুঁকড়ে যাই
বুঝতে পারি দূরত্ব বাড়ানো সহজ
বিচ্ছেদ সহজ দূরে সরে যাওয়াও সহজ
কিন্তু তোমাকে ভুলে যাওয়া সহজ নয়।
এই যে ঝগড়া খুনসুটি
দুম করে ফোন কেটে দেওয়া
হৃৎপিণ্ডে রক্তের হলি খেলা
দিন শেষে ঠিকই বুঝতে পারি
তুমিহীন আমি ভীষণ একা।
এ আমার অনাহুত আবেগ নয়
এ আমার উপলব্ধি।
সত্যিই বিচ্ছেদ সহজ দূরত্ব বাড়ানো সহজ
কিন্তু তোমাকে ভুলে যাওয়া সহজ নয়।।