অনুগল্প
একা
আজিজুল হাকিম
মাঠের আল পথ ধরে হেঁটে যাচ্ছিলাম। একলা পথ। দুদিকে সবুজ সম্ভাবনাময়ী
ধানের ক্ষেত। মাঠের মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা। সেখানে পৌঁছাতেই দেখলাম, বিভিন্ন
রঙের কিছু পাখি চরে বেড়াচ্ছে। আমি তাদের কাছে পৌঁছাতেই একটা একটা করে প্রায় সব পাখিগুলোই
উড়ে গেল। কেবল একটি ছোট্ট পাখি এক বুক সাহস নিয়ে দাঁড়িয়ে থাকল। সে কি খুব সাহসী?
হয়তো তার কোন সঙ্গী নেই! আমি তার কাছাকাছি যেতেই সেও উড়ে গেল।
অন্তরের অন্তঃস্থল থেকে কে যেন হেসে উঠলো। যে হেসে উঠলো, হয়তো সেও একা।
***