আহ্বান
আজিজুল হাকিম
~~~~~||~||~~~~~
কোন হিম ঝড়ে যদি মনে পড়ে
একটু উষ্ণতা নিয়ে এসো
প্রেমের পরশ এঁকো ।
ক্ষুধার্ত প্রজাপতির ডানায়
হারিয়ে ফেলেছি আমায়
কোন এক বালুঢাকা দ্বীপে;
যেখানে সন্ধ্যা নামে বিনা প্রদীপে,
হাহাকারের উল্লাস চলে
ঢেউয়ের তালেতালে
নিঃসঙ্গ সুখী সাগরে ।
অদৃশ্য দেয়াল চারপাশে
আধাঁরেরা নিদারুণ হাসে
কংক্রিট ক্ষুধাগুলি নাচে
কুকুর জীবন নিয়ে বাঁচে
এ ঘর্মাক্ত গতর জীবন
দাসত্ব শৃঙ্খলে সুখী মন
ভিক্ষাবৃত্তির লালসায়
একটি ইট বাড়ির আশায়
ভবিষ্যৎ প্রজন্ম নাশে
প্রেম মরে বাঁচে
বেকারত্বের যন্ত্রনায় ।
এক বুক প্রেম নিয়ে এসো
এক আকাশ শক্তি নিয়ে এসো
এক বুক সাহস নিয়ে এসো
এক হাতে বই নিয়ে এসো
অন্য হাতে কলম নিয়ে এসো ।
হে লীনা, আজও তোমার পদশব্দ শুনি
বেকার , ক্ষুধাতুর আর চাষিদের পায়ের আঁচড়ে ।
Tags:
আমার জগত - কবিতা