ভিন আকাশের তারা - গোবিন্দ মোদক

 

ভিন আকাশের তারা 

গোবিন্দ মোদক


ভিন আকাশের তারা এসে বলল আমায় ডেকে
 

আমি আসছি অন্য এক সৌরজগৎ থেকে।

ওগো মানুষ, তোমার আমি বন্ধু হতে চাই —

দয়া করে বলো যদি — আছে কী উপায়!


আমি বলি চমৎকৃত হলাম তোমায় দেখে
 

ইচ্ছা হলে সুমন নামে দেখো আমায় ডেকে।

তোমার নামটাও বলো বন্ধু, যদি বন্ধু হও 

ভিন আকাশের তারা বলে আমি হলাম ‘রও’!


‘র’ নামক সৌরজগতে ‘ও’ পাড়াতে থাকি
 

‘রও’ নামে একে অপরকে তাই আমরা ডাকি!

তোমায় দেখে সুমন আমার লাগল ভালো খুব

এখন তুমি আমার কাছে দাঁড়াও একটু, চুপ!


তোমাকে স্পর্শ করে আমি শিখে নিলাম ভাষা

তোমাদের এই বাংলা হলো মিষ্টি মধুর আশা!

ঠিক বলেছ ‘রও’ তুমি — মাতৃভাষাই সেরা

অথচ এই সহজ কথাটা বোঝে নাকো এরা!!


তুমিও জানো মায়ের ভাষার তুলনা কিছু নাই

তাইতো সবাই মাতৃভাষায় কথা বলতে চায়!

‘রও’ বলে বেশ তো বন্ধু — এখন আমি যাই 

কালকে যেন এই সময়ে তোমার দেখা পাই!!

Post a Comment

Previous Post Next Post