Present perfect Tense

 

Present perfect Tense

 কিছুকাল আগে বা কিছু সময় আগে কোন কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বা কাজের রেশ এখনও আছে; এমন কোন ঘটনা বর্ণনা করাকে Present Perfect Tense বলে।

 যেমনঃ আমি ভাত খেয়েছি – I have eaten rice. এখানে দেখা গেল যে কিছুকাল আগে আমার ভাত খাওয়া শেষ হয়েছে; কিন্তু যখন কথাটি বলছি তখনো আমার পেটে ভাতগুলি আছে। এই কারণে এমন বাক্যগুলি Present perfect Tense – এ লিখতে বা বলতে হয়।

 

এখানে মনে রাখতে হবে যে Present Perfect Tense-এ have বা has–এর কোন মানে বা অর্থ হবে না। এরা কেবল সাহায্যকারী ক্রিয়া হিসাবে এই Tense-কাজ করবে। এছাড়া কেবলমাত্র 3rd Person Singular Number–এর ক্ষেত্রে has বসবে আর বাকি সকল ক্ষেত্রে have বসবে।

  

Assertive Sentence - বর্ণনামূলক বাক্য:

(Affermative Sentence – হ্যা বাচক বাক্য)

Formula: Subject+have/has+Past Participle of Verb (PPV)+Object.

   

(a) আমি তোমাকে দেখেছি।– I have seen you. (b) আমরা ছবিটি এঁকেছি। - We have drawn pictures. (c) আমি আম খেয়েছি। - I have eaten mango. (d) আমি তোমাকে ডেকেছি। - I have called you. (e) আমরা তার সাথে কথা বলেছি। - We have talked with him. (f) তুমি ইংরাজি শিখেছ। - You have learnt English. (g) তোমরা কলমটি এনেছ। - You have brought the pen. (h) তুমি বইটি ছিঁড়েছ। - You have torn the book. (i) তোমরা কবিতাটি পড়েছ। - You have read the poem. (j) সে এখানে এসেছে। - He has come here. (k) সে ঘরটি ভেঙ্গেছে। - She has broken the room. (l) সে বিষয়টি আলোচনা করেছে। - He has discussed the subject. (m) তারা বাঘ হত্যা করেছে। - They have killed tiger. (n) শাহজাহান তাজমহল তৈরি করেছেন। - Shahjahan has built the Tajmahal. (o) পাখিগুলি আকাশে উড়ে গেছে। - The birds have flown in the sky. (p) নিপা স্কুল গিয়েছে। - Nipa has gone to school. (q) লোকটি আমাকে ক্ষমা করেছে। - The man has forgiven me. (r) শিক্ষক কবিতাটি বর্ণনা করেছেন। - Teacher has discussed the poem. (s) আমি গল্পটি ব্যাখ্যা করেছি। I have explained the story. (t) রবি আঁটি বেঁধেছে। - Rabi Has bound bundle. (u) মৌমাছি আমাকে হুল ফুটিয়েছে। - Bee has stung me. (v) প্রকৃতি আমাকে ডেকেছে। - The nature has called me.

 

Negative Sentence - না বোধক বাক্যঃ

Formula: Subject+have/has+not+ppv+object.

  

(a) আমি নদীতে সাঁতার কাটিনি। - I have not swum in river. (b) আমি তোমাকে চিঠি লিখিনি। - I have not written you letter. (c) আমরা তাকে ম্যাসেজ পাঠাইনি। - We have not sent her message. (d) আমরা কাজটি শুরু করিনি। - We have not started the work. (e) তুমি পড়াশুনা করনি। - You have not studied. (e) তুমি আমাকে দেখনি। - You have not seen me. (f) তোমরা খাবার খাওনি। - You have not eaten food. (g) তোমরা সকালে বই পড়নি। - You have not read the book in the morning. (h) সে কলমটি নেয়নি। - He has not taken the pen. (i) সে ছাগলটিকে দেখেনি। - He has not seen the goat. (j) তারা গরু বাঁধেনি। - They have not bound cow. (k) তারা কোনদিন তোমাকে দেখিনি। - They have not seen you ever. (l) মেয়েটি সেখানে যায়নি। - The girl has not gone there. (m) সীমা বাড়ি ত্যাগ করেনি। - Sima has not left house. (n) রাজু আমাকে কথা বলেনি। - Raju has not talked me. (o) চাষিরা মাঠে ধান কাটেনি। - Farmers have not cut paddy in the field. (p) ছেলেটি ঘুড়ি উড়াইনি। - The boy has not flown kite.

 

Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)

Interrogative Sentence with have / has (Have / Has দিয়ে প্রশ্নবোধক বাক্য)

প্রশ্নবোধক বাক্য হলেই Subject-এর শুরুতেই have বা has বসবে। 

Formula: Have/Has+subject+ppv+object?

  

(a) আমি কি তোমাকে সাহায্য করেছি? – Have I helped you? (b) আমি কি তোমাকে বুঝতে পেরেছি? – Have I understood you? (c) আমরা কি জল পান করেছি? – Have we drunk water? (d) তুমি কি পাখিটিকে গুলি করেছ? – Have you shot the bird? (e) তুমি কি প্রশ্নের উত্তর দিয়েছ? – Have you answered the question? (f) তুমি কি এটি চিন্তা করেছে? – Have you thought it? (g) তোমরা কি গান শুনেছ? – Have you listen to song? (h) তোমরা কি ঠিকানা হারিয়েছ? – Have you lost address? (i) তোমরা কি কলেজ গিয়েছ? – Have you gone to college? (j) সে কি তোমাকে ভুল পথে নিয়ে গিয়েছে? – Has she misled you? (k) সে কি কাপড়টি শেলাই করেছে? Has he sewed the cloth? (l) তারা কি রাতে ঘরে আলো জ্বেলেছে? Have they lit in room? (m) ওরা কি দরজাটি বন্ধ করেছে? – Have they shut the door? (n) অশোক কি গরীবদেরকে টাকা দান করেছে? – Has Ashok donated money to the poor? (o) অপু কি পুকুরে সাঁতার কেটেছে? – Has Apu swum in pond? (p) সাবির কি ব্যাগ হারিয়েছে? – Has Sabir lost bag? (q) রাবিয়া কি কাজটি আরম্ভ করেছে? – Has Rabiya started the work? (r) শিয়াল কি মুরগি চুরি করেছে? – Has jackle stolen hen? (s) খেলোয়াড় কি বলটি ধরেছে? – Has player caught the ball? (t) মেয়েগুলি কি ঘর পরিষ্কার করেছে? – Have the girls cleaned room?

 

Interrogative Sentence with Wh-Word

Formula: (1) Wh-word+have/has+subject+ppv+object?

           (2) Which/Whose+object+have/has+subject+ppv?

           (3) Whom/Who+have/has+subject+ppv?

 

(a) আমি কেন ওখানে বাস করেছি? – Why have I lived there? (b) আমরা কেন তোকে ডেকেছি? – Why have we called you? (c) আমি কি করেছি? – What have I done? (d) আমি কোথায় তোমাকে ডেকেছি? – Where have I called you? (e) তুমি কাকে আঘাত করেছ? – Whom have you hurt? (f) তুমি কবে দিল্লি গিয়েছ? – When have you gone to Delhi? (g) তুমি কিভাবে ব্যাপারটি সমাধান করেছ? – How have you solved the matter? (h) কোন কলমটি তুমি নিয়েছ? – Which pen have you taken? (i) কে এখানে এসেছে? Who has come here? (j) কাকে সে দেখেছে? – Whom has he seen? (k) কাকে তুমি মনে রেখেছ? – Whom have you remembered? (l) তারা কেন সাইকেল কিনেছে? – Why have they bought cycles? (m) ওরা কেন জঙ্গলে বাস করেছে? – Why have they lived in forest? (n) হরিণ কোথায় বাস করেছে? – Where has deer lived? (o) পাখিগুলি কোথায় বাসা বেঁধেছে? – Where have the birds made nest? (p) শেলি কখন কবিতা লিখেছেন? – When has Shelley written poem?

 

Interrogative with Negative

Formula:  (1) Have/Has+subject(Pronoun)+not+ppv+object?

            (2) Have/Has+not+subject(Noun)+ppv+object?

অবশ্যই মনে রাখতে হবে যে Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্যে Pronoun-এর পরে not আর Noun-এর আগে not বসবে।        

 

(a) আমি কি তোমাকে শিখাইনি? - Have I not taught you? (b) আমরা কি কাজটি করিনি? – Have we not done the work? (c) তুমি কি এখানে আসনি? – Have you not come here? (d) তোমরা কি আমাকে দেখনি? – Have you not seen me? (e) সে কি ইতিহাস পড়েনি? – Has she not read history? (f) তারা কি বৃষ্টিতে ভিজেনি? – Have they not wet in rain? (g) রুপা কি পৃথিবী ভ্রমণ করেনি? – Has not Rupa traveled the world? (h) রেখা কি ছবি আঁকেনি? – Has not Rekha drawn picture? (i) আমেরিকা কি ইরাক ধ্বংস করেনি? – Has not America destroyed Iraq? (j) ন্যাটো কি লিবিয়া আক্রমণ করেনি? – Has not NATO attacked Libya? (k) সুরাজ কি তোমার সঙ্গে সাক্ষাৎ করেনি? – Has not Suraj met you? (l) রুবি কি তোমার সঙ্গে ঝগড়া করেনি? – Has not Rubi quarreled with you?  

 

Interrogative with Negative

Formula:  (1) Wh-wiord+Have/Has+subject(Pronoun)+not+ppv+object?

            (2) Wh-word+Have/Has+not+subject(Noun)+ppv+object?

অবশ্যই মনে রাখতে হবেঃ Whom, Whose আর Where দিয়ে প্রশ্ন করলে কোন সেই Sentence-এ কোন object থাকে না এবং Which দিয়ে প্রশ্ন করলে সেই Sentence-এ Which-এর পাশেই object-টি বসবে।            

 

(a) আমি কখন তোমাকে সাহায্য করিনি? – When have I not helped you? (b) আমরা কেন সেখানে যাইনি? – Why have we not gone there? (c) তুমি কেন ঘরটি পরিষ্কার করনি? – Why have you not cleaned the room? (d) তোমরা কেন তাড়াতাড়ি করনি? – Why have you not hurried? (e) সে কোথায় যায়নি? – Where has he not gone? (f) সে কাকে সাহায্য করেনি? – Whom has he not helped? (g) ওরা কেন আদেশ পালন করেনি? – Why have they not obeyed? (h) আশা কেন ঘরে তালা মারেনি? – Why has not Asha locked the room? (i) মালতী কেন পরীক্ষায় পাশ করেনি? Why has not Maloti passed in the examination? (j) রিপন কাকে ডাকেনি? – Whom has not Ripon called? (k) সুজাতা কবে কলেজ যায়নি? – When has not Sujata gone to college? (l) মারুফ কোন বাড়িটি তৈরি করেনি? – Which house has not Maruf built? (m) তুমি কেন সত্য বলনি? – Why have you not told truth?         

Post a Comment

Previous Post Next Post