আকাশগঙ্গা
বিশ্বনাথ মাঝি
চাঁদ আর তারা দেখতে দেখতে
ছায়াপথ আকাশ গঙ্গা
চোখে পড়ে
তুমি রোজ সেই গঙ্গায় স্নান সাঁতার কাটো
সূর্যাস্ত বেলা যেমন
ক্লান্তিময় সবাইকে ঘরে ফেরায়
তোমাকে তেমন সূর্যোদয় বেলা
রাত্রির সমস্ত আলস্য ধুয়ে মুছে নিতে স্নানে পাঠায়
আকাশ গঙ্গা দেখতে দেখতে
আমি তোমার স্নান সাঁতারের কথা ভাবি
পূণ্যবতী নারী শরীর শুদ্ধ করো স্নানে
স্নিগ্ধ হও , পবিত্র হয়ে ওঠো নতুন করে
আমি তোমার কথা ভাবতে ভাবতে
আকাশ গঙ্গায় ভেসে যাই ভেসে যাই।
বিশ্বনাথ মাঝি
Pujali. Budge Budge. Kol 138.