আমাকে ভেজাও - আজিজুল হাকিম

 


আমাকে ভেজাও

-- আজিজুল হাকিম

***************


অনেক দিন পর তুমি এলে। 

সত্যি কি এলে!


তখন আমি শুকনো খাঁ খাঁ মাঠ, অনুর্বর বন্ধ্যা চরাচর 

তখন আমি চাষীর মনে বেদনার হা হুতাশ

তখন আমি জলবিহীন শূন্য নদী খাল

তখন আমার বুকে ব্যাঙের কান ফাটানো চিৎকার

তখন আমার বুকে উড়ে যাওয়া ধূসর বালুঝড়

তখন চাতকের আকাশ পানে চেয়ে চেয়ে ব্যর্থ হয়ে ফেরা। 

তখন তোমার পানে চেয়ে চেয়ে আমার ঘাস কপালে পোড়া।  

আমার পথে, আমার পাশে, আমার জীবনে

তখন লকলকে আগুনের জিভ। 


ঠিক তখন, আচমকা তুমি এলে 

ঠিক অনাকাঙ্ক্ষিত বৃষ্টির ধারা!  

তোমার ভালোবাসার পরশে আমি ভিজতে লাগলাম

নাচতে লাগলো আমার অনুর্বরা বুক

আমার চাষী মনে গায়তে লাগলো ভাটিয়ালী গান 

আমার নদীর বুকে জেগে উঠল কল্ললিত তরঙ্গিনী শিহরণ। 


আমি অবস হয়ে পড়ছি, প্রিয়! 

আমাকে ভেজাও, আরও আরও ভেজাও

যত্ত পারো......! 

ভিজিয়ে ভিজিয়ে আমাকে স্যাঁতসেঁতে করে দাও,

ভিজিয়ে ভিজিয়ে আমাকে প্যাচপ্যাচে করে দাও ।

কারণ আমাকে তো উর্বর হতে হবে। 


রচনা: ০৩/০৮/২০২২ (বৃষ্টিমুখর দিন) 

সময়: বিকেল ০৩টা 

Post a Comment

Previous Post Next Post