ভোল বদল
--- চারুন রথিক
এক ধাক্কায়
আমার দাম ৫০ শতাংশ বেড়ে যায,
আর কখনও
আরেক ধাক্কায় আমার দাম ৫০ শতাংশ কমে যায়
এই দুই ধাক্কার মূল্য পরিমাপ করতে
গিয়ে
হাজারো মহান মানুষরা দিনরাত এক করে
ফেলেছে।
ওরা এখন
আধার সেন্টার খুলবে
আর মিন্ট থেকে ছাপাবে অতিরিক্ত নোট
তুমি প্রস্তুত
তো? তোমাকে ফ্রীতে দেবে আইডি আর পাসওয়ার্ড।
তোমার মূদ্রালিঙ্গ
উত্থিত হবে ভোররাতে ঘুমন্ত অবস্থায়
আর তাই দেখে
তোমাকে নিরোগ ভাববে।
তুমি অবেদন করলেই ওরা স্কোলারশিপ দেবে।
তখন আরো তুঙ্গে উঠবে তোমার লিঙ্গস্ফীতি
বাবা মুদ্রাদেব
তোমাকে দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার জন্য
অনলাইনে
বুলেট ট্রেন ছুটাবে
আর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি খুব বিনয়ী ভঙ্গিতে
তোমাকে বলবে
কা... কা..
কা..কারণ, আই লাভ ইউ।
তুমি তা
শুনে তো দুধ আর ঘোলের পার্থক্যের বোধ হারাবে
ঠিক তখনই
আচমকা হাসপাতালে ভর্তি হবে গোলাপীকলি
ভেড়ার পাল
চরাতে চরাতে তুমি দেখবে সাত আকাশের ভোলবদল
তখন তুমি
পুরাতন কয়েনগুলি বিক্রি করতে যাবে রিজার্ভ ব্যাংকে
আর ব্যর্থ হয়ে ফিরে এসে তুমি বলবে,
আই হেট ইউ। আই হেট উই।
হয়তো তখন
কেউ তোমার কথা শুনবে না
হয়তো তখন
সবার শারদীয় ছুটি।
শেষ কথাটা
বললেই তোমার চাঁদে লাগবে আগুন
আর আমি কাশিপুরের
গান ফ্যাক্টরির শব্দ শুনেও গাইতে পারবো,
সখি ভাবনা
কাহারে বলে, সখি যাতনা কাহারে বলে....