চেতনায় আমি
নিহার বিন্দু বিশ্বাস
সময়ের দাঁত খসে জন্ম নেয়া যুবক
অসভ্যতার চোয়ালে জাবর কাটে
আর;মিথ্যা সংবাদ পাঠে নোংরামি খোঁয়াড়ে
নেশানাভি দীর্ঘশ্বাস ফেলে সমাজিক শিয়রে
আশাগুলো হতাশা পিত্রালয় জঠরে
মায়ের সুখলালা ক্ষয় হয় শোক বাসনে
মিথ্যার কারুকাজ যন্ত্রণার সাইকেলে
দুর্নীতির গামলায় অসতেরা স্নান করে সতর্কভাবে
উন্নয়ন বন্দি ঘরে লোডশেডিং কাঁটাতারে
মাথা তুলে চেয়ে আছে সন্ত্রাসি উট
পাহারা দেয় একঝাঁক লোভান্ধ সৈনিক
কথা হারায় সার্থিক সেভেন আপ
অভিশাপ স্রোতধারায় বিপথে পথচারি
সততার চশমায় দেখি
ক্রমান্বয়ে মাথা তুলে খুলে দেয় দ্বার
দেশিক অন্ধকারাগার।
*****